সদর উপজেলার বড়িয়া-টাকিমারা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে অনেকেই আহত হয়েছে। এদের মধ্যে উকিল(৪০), আব্দুল গফুর(২২), রবিউল(১৭), রাশিদুল ইসলাম(৪০), নূরুল ইসলাম(৩৫), ঝুমুর আলী(৩৬), সোহেল(২৩), জাহিদুল(৩০) ও মিলন(২৬) কে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। অন্যান্য আহতরাও অন্যত্র চিকিৎসা নিয়েছে বলে সূত্র দাবি করেছে। ৩১ সেপ্টেম্বর সকাল ১০টায় জগতি ইউনিয়ন পরিষদ’র চেয়ারম্যান শাহীন সালাউদ্দিন ও প্রামানিক গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রবিবার, ৩১ অক্টোবর, ২০১০
বুধবার, ২০ অক্টোবর, ২০১০
সাধু সঙ্গ সাঙ্গ
সাধু সঙ্গ সাঙ্গ হলো, ভাঙ্গল ভাবের হাট। সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পেতে আবার আসবেন ফাল্গুনের দোল পূর্ণিমায়। এ বাসনা নিয়ে বাউল সাধকরা ছেড়ে যাচ্ছেন আখড়াবাড়ি, কুষ্টিয়ার ছেউড়িয়া।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)