বুধবার, ২০ অক্টোবর, ২০১০

সাধু সঙ্গ সাঙ্গ

সাধু সঙ্গ সাঙ্গ হলো, ভাঙ্গল ভাবের হাট। সৃষ্টির মাঝে স্রষ্টাকে খুঁজে পেতে আবার আসবেন ফাল্গুনের দোল পূর্ণিমায়। এ বাসনা নিয়ে বাউল সাধকরা ছেড়ে যাচ্ছেন আখড়াবাড়ি, কুষ্টিয়ার ছেউড়িয়া। 
আখড়াবাড়িতে বসেছিল ৫ দিনের লালন স্মরোনৎসব। ভবের হাটে ঘটে গুরু শিষ্যের মিলন মেলা, ছিল অপার ভালবাসা। শেষ দিন ২০ অক্টোবর ২০১০। শুরু ১৬ অক্টোবর। এ ক’দিনে লালনের আধ্যাত্মিক সুর-মুর্চ্ছনায় মুখর ছিল বাউল আঙ্গিনা। সাঁইজির দর্শন, জাতহীন মানব দর্শন প্রাপ্তির আনন্দ নিয়ে বিদায় নেন বাউল সাধকরা। এসেছিলেন সত্য সুপথের ডাকে সাঁইজির ধামে। তাদের প্রত্যাশা গানের সুরে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে লালনের বানী। হিংসা হানাহানি ভূলে একীভূত হবে সমস্ত মানবজাতি। 

কোন মন্তব্য নেই: