সোমবার, ৮ মার্চ, ২০১০

কুষ্টিয়ায় পুলিশের ‘ক্রসফায়ারে’ একজন নিহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু (২৭) নামের একজন নিহত হয়েছে। আজ সোমবার ভোর রাতে সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পিয়ারপুর নামক স্থান থেকে পুলিশ তারা লাশ উদ্ধার করেছে। পুলিশের দাবি...তাদের সাথে বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সে নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত মঞ্জু চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর গলাকাটা কালু গ্রুপের সামরিক কমান্ডার। ঘটনাস্থল থেকে ১টি এলজি ও ৫রাউন্ড গুলি উদ্ধারের দাবিও তাদের। পুলিশের বক্তব্য এমন....জাসদ গণবাহিনীর গলাকাটা গ্রুপের শীর্ষ নেতা কালুর সামরিক কমান্ডার মঞ্জুরুল ইসলাম ৮/১০ জনের একটি সশস্ত্র দল নিয়ে পিয়ারপুর ক্যানেল পাড়ের একটি কলাবাগানে বৈঠক করছিলএ সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা (ডিবি) ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ চরমপন্থীদের অবস্থান নিশ্চিত করে চারিদিক থেকে ঘিরে ফেলে। সন্ত্রাসীরা এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫মিনিট ধরে চলে বন্দুক যুদ্ধের ঘটনা। এতে মঞ্জুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। পালিয়ে যায় তার সহযোগি সন্ত্রাসীরা। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মঞ্জুরুলের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহত মঞ্জুরুল ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের কিতাব্দী শেখের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যাসহ প্রায় আটটি মামলার রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ আরো বলছে সাম্প্রতিককালের কুষ্টিয়ায় আলোচিত তিন মাথা কাটা, ইবির গেটে দুই মাথা কাটার ঘটনা ঘটে এই মঞ্জুরুলের নেতৃত্বেই।

কোন মন্তব্য নেই: