সোমবার, ১৫ মার্চ, ২০১০

কুষ্টিয়ার ভোটার বেড়েছে ৫১ হাজার ৯৪১

খসড়া ভোটার তালিকা প্রকাশের দ্বিতীয় দফায় সোমবার কুষ্টিয়ার হালনাগাদ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। সর্বশেষ হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী কুষ্টিয়ার ৬ উপজেলায় ভোটার বেড়েছে ৫১ হাজার ৯৪১। এদের নিয়ে বর্তমানে কুষ্টিয়ায় মোট ভোটার সংখ্যা দাঁড়াল ১২ লক্ষ ২৩ হাজার ৩৬৮। কুষ্টিয়ার ৬ উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং ইউনিয়ন ও পৌরসভার কার্যালয়ে এ তালিকা পাঠানো হয়েছে। জানা গেছে, ২০০৯ সালের সংসদ নির্বাচনের সময় ভোটার তালিকায় কুষ্টিয়ার ভোটার ছিল ১১ লাখ ৭১ হাজার ৪২৭ জন। খসড়া তালিকায় ৫১ হাজার ৯৪১ জন ভোটার বেড়ে হয়েছে ১২ লাখ ২৩ হাজার ৩৬৮ জন। কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসার মতিয়ার রহমান জানান, প্রকাশিত হালনাগাদ খসড়া ভোটার তালিকায়ও যদি কেউ বাদ পড়েন বা কারো কোন আপত্তি থাকে তাহলে নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকতা অফিসে উপস্থিত হয়ে ভোটাররা ৩০ মার্চের মধ্যে দাবি আপত্তি জানাতে পারবেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমে তালিকায় অন্তর্ভূক্তি হওয়ার সুযোগ পাবে ভোটার হতে ইচ্ছুক যোগ্য নাগরিকরা। আগামী ২২ এপ্রিল জেলার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।

কোন মন্তব্য নেই: