রবিবার, ১১ এপ্রিল, ২০১০

কুষ্টিয়ায় পুলিশের ক্রসফায়ারে একজন নিহত....

শনিবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের পেঁপে ও কলা বাগানে নিহত হয় চরমপন্থি আলমগীর মন্ডল (৩০)। পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় সে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে বলে পুলিশের দাবি। পুলিশ আরো জানায়, নিহত আলমগীর নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন গণ মুক্তিফৌজের দুর্ধর্ষ কিলার। তারা সেখান থেকে একটি বন্দুক, ৫টি ককটেল বোমা, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৪ গুলির খালি খোসা ও বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে।পুলিশ বক্তব্য....শনিবার রাত ১১ টায় তারা গোপন সংবাদ পায় শীর্ষ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের দূর্ধষ কিলার (শুটার) আলমগীর মন্ডল তার সহযোগিদের নিয়ে বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে দরবেশপুর গ্রামের বাগানে বৈঠক করছে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে কুষ্টিয়া সদর থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ সদস্যরা সেখানে পৌছে ঘটনাস্থলের চারিদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় বন্দুকযুদ্ধ। ২০ মিনিটের এ বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে চরমপন্থী আলমগীর মন্ডল ঘটনাস্থলেই মারা যায়। অপর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, ৫ টি ককটেল বোমা, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৪ গুলির খালি খোসা, ও দেশীয় ধারালো অস্ত্র একটি রাম দা, চাইনিজ কুড়াল ও ছোরা উদ্ধার করে পুলিশ। নিহত আলমগীর কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মিলপাড়ার মৃত হাসান মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ৪টি হত্যা ও একটি ডাকাতি, বিষ্ফোরক এবং চাঁদাবাজিসহ ৭টির অধীক মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

কোন মন্তব্য নেই: