বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০

চাল ব্যবসায়ী আফিল উদ্দিন নিহতের প্রতিবাদে কুষ্টিয়ায় চালকল মালিক সমিতি চাল উৎপাদন বন্ধ রেখেছে

দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের ভিআইপি রাইচ মিলের মালিক ও ঢাকার বাবু বাজারের বিশিষ্ট্য চাল ব্যবসায়ী আফিল উদ্দিন ছিনতাইকারীদের গুলিতে নিহত হওয়ার প্রতিবাদে ব্যবসায়ীরা বুধবার সকাল থেকে কুষ্টিয়ার প্রায় ৩ শতাধিক চালকল বন্ধ রেখেছে। মঙ্গলবার বেলা ৩টায় চাল বিক্রির অর্থ সংগ্রহ করে ঢাকাস্থ বাবু বাজারের বাসায় ফেরার পথে ৫/৬জনের একদল ছিনতাইকারী তাকে লক্ষ্য করে গুলি করে। এতে আফিল উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এসময় ছিনতাইকারীরা আফিল উদ্দীনের কাছে থাকা নগদ ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ার খাজানগরের চালকল মালিক সমিতি তাদের উৎপাদন ও সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ বাবলু জানিয়েছেন, আফিল উদ্দিন হত্যার প্রতিবাদে বুধবার সকাল থেকে কুষ্টিয়ার প্রায় ৩ শতাধিক চালকল বন্ধ রাখা হয়েছে।

কোন মন্তব্য নেই: