


সাংবাদিক নির্যাতনের সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বেলা সোয়া ৩টায় পুলিশ সুপার শাহাবু্িদ্দন খানের সাথে বৈঠক করেন সাংবাদিকবৃন্দ। এ বৈঠকে পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলা ছাত্রলীগের সভাপতি মাযহারুল আলম সুমনসহ বক্তব্য রাখেন দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক মনজুর এহসান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি গাজী মাহবুব রহমান, সাধারন সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আল মামুন সাগর, আমাদের সময় প্রতিনিধি সামসুল আলম স্বপন, সমকাল প্রতিনিধি সাজ্জাদ রানা, দেশতথ্য পত্রিকার সম্পাদক এস এম হালিমুজ্জামান। এছাড়াও কুষ্টিয়া থেকে প্রকাশিত সকল দৈনিক, সাপ্তাহিক, জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের জেলা প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং কর্তব্যে অবহেলার কারণে ঘটনার সময় কলেজে দায়িত্বরত এসআই ওবাইদুলকে ক্লোজড করা ও জেলা ছাত্রলীগ সভাপতি মাযহারুল আলম সুমন ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের বহিস্কার এবং আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন