মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১০

মিরপুরে র‌্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত


মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে লাশ পাওয়া গেছে সাইদুল হক নামের এক যুবকের। পুলিশের দাবি-র‌্যাব ও পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সে নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত সাইদুল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন। র‌্যাব বক্তব্যানুযায়ী- একদল চরমপন্থী অঞ্জনগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গোপন বৈঠক করছিল। এ রকম সংবাদ পেয়ে তারা পুলিশকে সাথে নিয়ে ভোর পৌনে ৫টার দিকে সেখানে অভিযান চালায়। সে সময় তাদের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা গুলি বর্ষণ করে। র‌্যাব ও পুলিশ সদস্যরা পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থল থেকে এক চরমপন্থীর গুলিবিদ্ধ মৃতদেহ এবং একটি এলজি, ৬ রাউন্ড বন্দুকের গুলি ও ৩টি ককটেল উদ্ধার করে। পরে এলাকাবাসী মৃতদেহটি চরমপন্থী সাইদুল হকের বলে শনাক্ত করে। নিহত সাইদুলের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে বলে পুলিশ জানায়। সে অঞ্জনগাছী গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে।

কোন মন্তব্য নেই: