
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাজুমারা খেয়াঘাট চর এলাকা থেকে র্যাব-১২ এর সদস্যরা রোববার রাতে অস্ত্রসহ গুলি, রামদা ও ফেনসিডিলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলেন, একই উপজেলার ফিলিপনগর এলাকার আহাদ প্রামানিকের ছেলে শাহীন প্রামানিক (২৪) ও রাজশাহী জেলার বাঘমারা উপজেলার মোল্লা প্রামানিকের ছেলে মানিক প্রামানিক(৩০)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন