সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১০

৭টি হাত বোমাসহ দুই জন গ্রেপ্তার

নাশকতামূলক কর্মকান্ডের জন্য প্রস্তুত রাখা ৭টি হাত বোমাসহ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের দু’জন বোমা প্রস্তুতকারীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াহদ ইউনিয়নের বাবুপাড়া গ্রামের মনিরুল ইসলাম (৪৮) ও একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রহিম (৪৬)। পুলিশ জানিয়েছে এসব তথ্য। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ওসি ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি যে, চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজ তাদের দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে নাশকতা সৃষ্টির জন্য বোমা নিয়ে তৈরী হচ্ছে। এবং মহান ২১ শে ফেরুয়ারী রাতে নাশকতা সৃষ্টি করতে পারে। তাৎক্ষনিকভাবে ২১ ফেব্রুয়ারী রাতভর অভিযান চালিয়ে শেষ রাতের দিকে নিজ নিজ বাড়ি থেকে এদের গ্রেপ্তার করা হয়। প্রথম গ্রেপ্তারকৃত রহিমের বাড়ি থেকে ৭ টি তাজা শক্তিশালী হাতবোমা উদ্ধার করা হয়। এরপর রহিম দাবী করে এ বোমা তার নয়, বোমাগুলো মনিরুল ইসলাম রেখে গেছে। পরে নিজ বাড়ি থেকে মনিরুলকেও গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে এদের জিজ্ঞাসাবাদ চলছে, এরা নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সক্রিয় সদস্য।

কোন মন্তব্য নেই: