
কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারী চরে র্যাব-পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী পান্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার হবি কবিরাজ (৪০) নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, ৭রাউন্ড রাইফেলের তাজাগুলি ও ৫ রাউন্ড গুলির খোসা, ৯টি বোমা ও ২টি রামদা উদ্ধার করেছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হোসেনাবাদ র্যাব ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশ যৌথভাবে চর চিলমারির বাজুমারা খেয়া ঘাটে অভিযান চালায়। সেখানে বৈঠকরত পান্না বাহিনীর সন্ত্রাসীরা র্যাব-পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব-পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ক্রসফায়ারে পড়ে হবি কবিরাজ নিহত হলে অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। নিহত হবি কবিরাজের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন