মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১০

শীর্ষ অপহরণকারী ইউপি মেম্বর মুক্তি শাহীন নিহত


কুষ্টিয়ায় প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছে জেলার শীর্ষ অপহরণকারী সন্ত্রাসী জাসদ গণবাহিনীর নেতা ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন বেগ ওরফে মুক্তি শাহীন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় পুলিশ মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাইবাড়ীয়ার বিলের মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। সোমবার রাত ৯টার দিকে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির নেতা রাজিব জাসদ গণবাহিনীর শীর্ষ নেতা শাহীন বেগকে গুলি করে হত্যার দায় স্বীকার করে প্রশাসন ও সাংবাদিকদের কাছে ফোন করে বিবৃতি প্রদান করেন। এ সংবাদের ভিত্তিতে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে তল¬াশী অভিযান শুরু করলেও গভীর রাত পর্যন্ত লাশ উদ্ধার করতে না পেরে অভিযান সাময়িক বন্ধ রাখে। পরে মঙ্গলবার সকাল ৯টা থেকে আবারও অভিযান চালিয়ে সকাল সাড়ে ১০টার সময় সাইবাড়ীয়ার বিলের মাঠ থেকে গুলি বিদ্ধ লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নিহত শাহীন বেগ ওরফে মুক্তি কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পাটিকাবাড়ী ইউনিয়নের হাড়–রিয়া গ্রামের ফরিদ উদ্দিন বেগের ছেলে। সে স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। তার বিরুদ্ধে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়, সদর, পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমাডাঙ্গা থানায় একাধিক হত্যা, অপহরণ, চাঁদাবাজীর মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই: