গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। আটককৃতরা হচ্ছে ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩০) ও আনসার রহমানের ছেলে শামীম রহমান (৩১)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাঠেরপুল এলাকা থেকে এদেরকে একটি নাইন এম এম পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কাঠেরপুল এলাকায় গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে পুলিশ। যুবকদয়ের দেহ তল্লাশী করে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড করে। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০১০
ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে। আটককৃতরা হচ্ছে ভেড়ামারা উপজেলার কাঠেরপুল এলাকার আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৩০) ও আনসার রহমানের ছেলে শামীম রহমান (৩১)। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে কাঠেরপুল এলাকা থেকে এদেরকে একটি নাইন এম এম পিস্তলসহ গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কাঠেরপুল এলাকায় গ্রেপ্তারকৃত ওই দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে চ্যালেঞ্জ করে পুলিশ। যুবকদয়ের দেহ তল্লাশী করে একটি নাইন এম এম পিস্তল উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজীসহ সন্ত্রাসী কর্মকান্ড করে। তাদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন