শনিবার, ৩০ জানুয়ারী, ২০১০
ইবি ক্যাম্পাস থেকে চরমপন্থী গ্রেপ্তার, আগ্নেআস্ত্র ও বোমা উদ্ধার
বাবা গলাটিপে শিশুকন্যাকে হত্যা করে পুতে রাখে গড়াই’র চরে

কুষ্টিয়া শহরতলীর লালন মাজার সংলগ্ন ছেউড়িয়া মন্ডলপাড়া গ্রামে নেশাখোর বাবা নিজে তার শিশুকন্যাকে গলাটিপে হত্যা করে বস্তাবন্দি করে বালুচরে পুতে রাখে। পচেঁ গন্ধ ছড়িয়ে পড়লে শিয়াল কুকুর বালু সরিয়ে মৃত শিশুটির পেটের অংশ থেকে খাওয়া শুরু করে। ১৮ জানুয়ারী রাতে হত্যা করা ওই শিশুর লাশ ১০ দিন পর বৃহস্পতিবার বিকেলে বিকট গন্ধে মানুষ টের পেয়ে পুলিশকে খবর দেয়। বাধবাজার এলাকায় গড়াই’র চরে বালুর খুড়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। শুক্রবার শেষ বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত করে শিশুর লাশ তার নানী বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই মারিয়ার লাশ দাফন করার সময় হৈচৈ পড়ে যায়। নিজ শিশুকন্যার লাশ দেখে মা রুপা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। নিহত শিশু কন্যার নাম মারিয়া (দেড় বছর)। এ নিয়ে কুমারখালী থানায় নিহত মারিয়ার মা রুপা খাতুন বাদী হয়ে ঘাতক বাবা মাহাবুল ইসলামের নামে হত্যা মামলা দায়ের করেছে। এর আগেই পাষন্ড বাবা ঘরে তালা দিয়ে আত্মগোপন করেছে। পুলিশ ও এলাকাবাসি জানিয়েছে, আয়ের সব টাকা নেশা করে শেষ করে এসে নিহত মারিয়ার রিক্সাচালক বাবা প্রায় প্রতিরাতেই স্ত্রী রুপা খাতুনের উপর নির্যাতন চালাতো। মেয়ে বড় হচ্ছে, খেতে দিতে হবে, বিয়ে দিতে হবে এইসব বলে স্ত্রীকে মেয়ে মেরে ফেলার কথা কলতো। ভয়ে স্ত্রী রুপা খাতুন স্থানীয় বড়বাজারে কাজ নেয়া তুলার ফ্যাক্টরিতে যাওয়া বাদ দিয়ে শিশু কন্যাকে পাহারা দিত। গত ১৮ জানুয়ারী ঘরে চাল না থাকায় রুপা কাজে যায়। রাতে ফিরে এসে শিশুকন্যা মারিয়াকে না পেয়ে স্বামীর কাছে জানতে চাইলে শুরু করে মারধর। গভীর রাতে স্বামী তাকে জানায় তোর মেয়েকে গলাটিপে মেরে ফেলেছি, লাশ পুতে রেখেছি। এই খবর স্থানীয় পুলিশিং কমিটির মাধ্যমে পুলিশকে জানালে, পুলিশ প্রমাণ চায়। শেষমেশ রুপা খাতুন নিজেই বালু চরের উচু উচু ঢিবি সরিয়ে লাশ খুজতে শুরু করে। পায় না। প্রতিদিনই সে পাগলের মতো আদরের ধনকে এভাবে খুঁজে বেড়াতো। ১০ দিন পর বৃহস্পতিবার বিকেলে বিকট গন্ধে বালু চরে শিশুর লাশ আবিস্কার করে এলাকাবাসি। পরে রুপা এসে তার মেয়ে শনাক্ত করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। বাবার হাতে নিহত মারিয়ার লাশ ইতিমধ্যে শিয়াল কুকুরে পেটের অংশ খেয়ে ফেলেছে বলে জানান ময়না তদন্তকারি ডাক্তার। শুক্রবার ময়না তদন্ত শেষে সন্ধায় শিশু মারিয়ার লাশ তার নানী বাড়ি দাফন হয়েছে।
ইবিতে ছাত্র-পুলিশ সংঘর্ষ, আহত-২০, মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় জাগরণের গান
বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১০
বঙ্গবন্ধু হত্যা মামলার পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বুধবার রাত ১২টার পর বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ড কার্যকর করা পাঁচ আসামি হলেন লে. কর্নেল সৈয়দ ফারুক রহমান, মেজর বজলুল হুদা, লে. কর্নেল এ কে এম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার), লে. কর্নেল মুহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও লে. কর্নেল সুলতান শাহারিয়ার রশিদ খান। তাঁরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর সাতজনের মধ্যে আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী ও আব্দুল মাজেদ বিদেশে পালিয়ে আছেন। তাদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা রয়েছে। দণ্ডিত অপরজন আব্দুল আজিজ পাশা পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভোর রাতে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে প্রাণ হারান বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু-পরিবারের অধিকাংশ সদস্যও সেই নির্মম হত্যাযজ্ঞের শিকার হন। নিহতরা হলেন, বেগম ফয়জুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, সুলতানা কামাল, পারভিন জামাল রোজি, শেখ আবু নাসের, আবদুর সেরনিয়াবত, শেখ ফজলুল হক মনি, বেগম আরজু মনি, বেবি সেরনিয়াবাত, সুকান্ত আবদুল্লাহ, শহীদ সেরনিয়াবাত, আবদুল নাইন খান রিন্টু ও আরিফ সেরনিয়াবাত। ওই তাঁর মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরের থাকায় প্রাণে বেঁচে যান। শেখ হাসিনা বর্তমানে দেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী।বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন হওয়ার পর খন্দকার মোশতাকের সরকার ক্ষমতা গ্রহণ এবং কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দেয়। পরে জিয়াউর রহমানের সরকার ইনডেমনিটি অধ্যাদেশটি জাতীয় সংসদে পাস করে। এর ফলে ২১ বছর ধরে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারপ্রক্রিয়া বন্ধ থাকে। একই সঙ্গে কারাগারে জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের বিচারও বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় বঙ্গবন্ধু সরকারের তত্কালীন মন্ত্রী আবদুর রব সেরনিয়াবাতসহ আট হত্যা এবং কামানের গোলায় মোহাম্মদপুরের শের শাহসুরী রোডের ১৪ জনকে হত্যার বিচার কার্যক্রম।১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রম। ১৯৯৮ সালের ৮ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কাজী গোলাম রসুল রায় ঘোষণা করেন। এতে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর রায়ের বিরুদ্ধে আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের শুনানি হয় হাইকোর্টে। ২০০০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন। বিচারপতি মো. রুহুল আমিন ১০ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন। অপর বিচারপতি এ বি এম খায়রুল হক ১৫ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন।
বুধবার, ২৭ জানুয়ারী, ২০১০
মিরপুরে টেন্ডার ড্রপিংকে কেন্দ্র করে যুবলীগের দু’ গ্রুপের সংঘর্ষ
কুষ্টিয়ার মিরপুরে টেন্ডার ড্রপিংকে কেন্দ্র করে যুবলীগ ক্যাডারদের হামলায় গুরুতর আহত হয়েছে একই দলের অপর গ্রুপের এক নেতা। তার নাম আশরাফুল ইসলাম। গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর পৌরসভা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আশরাফুল এলজিইডি ও পৌরসভার বেশ কয়েকটি সিডিউল ক্রয় করে। যার ড্রপিংয়ের শেষ সময় ছিল দুপুর ১২টা। দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর পৌর যুবলীগের সাবেক সভাপতি ওয়াহেদ জোয়ার্দ্দার তার দলবল নিয়ে আলিফ এন্টারপ্রাইজের প্রোপাইটার অপর গ্রুপের যুবলীগ নেতা আশরাফুলকে টেন্ডার ড্রপিং করতে নিষেধ করে এবং তার হেফাজত থেকে সকল সিডিউল ফেরত চায়। এতে আশরাফুল রাজী না হলে ওয়াহেদ জোয়ার্দ্দার ও তার দলবল আশরাফুলের ওপর চড়াও হয় এবং লোহার রড ও লাঠি সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আতংক সৃষ্টি করতে গুলিও ছোড়ে। পরে তাকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে মিরপুরে যুবলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আশরাফুল মিরপুর থানা যুবলীগের সদস্য।
ইউপি চেয়ারম্যান হত্যা মামলা থেকে সব আসামী খালাস
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলোচিত গোলাম মস্তফা ওরফে মুকুল হত্যা মামলা থেকে ২৪ আসামীই খালাস পেয়েছে। মঙ্গলবার কুষ্টিয়ার স্পেশাল জজ এজলাসে বিচারক সাজেদুল করিম এই রায় ঘোষনা করেছেন। এসময় আদালত প্রাঙ্গণে অনেক লোকসমাগম হয়। ২০০৪ সালের ২১ এপ্রিল আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মস্তফা ওরফে মুকুলকে সন্ত্রাসীরা গুলি ও জবাই করে হত্যা করে। দীর্ঘদিন মামলা চলার পর গতকালের এ রায়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান ও ওবাইদুল ওরফে লালসহ (ভারতে নিহত) সকল আসামীকেই খালাস দিয়েছে আদালত। রায় শোনার পর কোন মন্তব্য করেননি নিহতের পিতা মামলার বাদী গোলাম সরোয়ার। মামলার খালাসপ্রাপ্ত আসামীর পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক বিএনপি দলীয় এমপি শহিদুল ইসলাম প্রভাব খাটিয়ে আলোচিত এই হত্যা মামলায় মূল সন্ত্রাসীদের বাদ দিয়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান, ওবাইদুল ওরফে লাল ও কয়েকজন আওয়ামীলীগ নেতার নাম জড়িয়ে দেন। সে কারনে আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ মেলেনি।
ইউনিয়ন নেই, বরাদ্দ আছে
৯৭ সালের পর সেখানে আর কোন নির্বাচন হয়নি। নিজের পদ টিকিয়ে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করেন তিনি। এরই মাঝে বিলুপ্ত হয়ে যায় তার ইউনিয়ন পরিষদ। একই সাথে তার চেয়ারম্যান পদটিও। নতুন ইউনিয়ন গঠন করার জন্য গেজেট প্রকাশ করা হয় ৮ মাস আগে। তবে তিনি পদ ছাড়তে নারাজ। নানা কৌশলে এখনো তিনিই চেয়ারম্যান থাকতে চান। আর এ ব্যাক্তিটি হলেন কুষ্টিয়া সদর উপজেলার বিলুপ্ত হয়ে যাওয়া ইউনিয়ন জগতির চেয়ারম্যান। ওই চেয়ারম্যানের বাধার কারনে বারবার পিছিয়ে যাচ্ছে নতুন এক ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের কাজ। সরকারি গেজেট প্রকাশ হলেও জেলা প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ কারনে নতুন ইউনিয়নের বাসিন্দারা সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষমতাধর এ চেয়ারম্যানের কাছে সবাই অসহায়। জগতি নামে কোন ইউনিয়ন না থাকলেও এখনো সরকারি সব বরাদ্দ এ ইউনিয়নের নামেই দেয়া হচ্ছে। এমনকি স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকেও সম্প্রতি ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খোঁজনিয়ে জানা গেছে, সদর উপজেলার সাবেক ৪ নং জগতি ইউনিয়নের অর্ধেক অংশ কুষ্টিয়া পৌরসভার ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার কারনে সরকার জগতি ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করে বটতৈল নামে নতুন ইউনিয়ন বাস্তবায়নের গেজেট জারি করে। এদিকে গেজেট জারির ৮ মাস অতিবাহিত হলেও বিলুপ্ত জগতি ইউনিয়নের চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন অবৈধ ভাবে বিভিন্ন কৌশলে ক্ষমতা আকড়ে থাকার চেষ্টা করে আসছেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বিলুপ্ত জগতি ইউনিয়নে চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৭ নভেম্বর এলজিএসপি প্রকল্পের আওতায় ৪ লাখ ৪১ হাজার টাকার অনুদান দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব হাবিবুর রহমান চৌধুরী সাক্ষরিত এ পত্রটি কয়েক সপ্তাহ আগে জেলা পশাসক হাতে পেয়েছেন। চেয়ারম্যান শাহিন এখনো অবৈধ ভাবে টিআর ও কাবিখা প্রকল্পের মালও উত্তোলন করছেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব জানান, জগতি ইউনিয়নকে বিলুপ্ত করে বটতৈলকে নতুন ইউনিয়ন করার ব্যাপারে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা এখনো কার্যকর হয়নি। এ সংক্রান্ত কোন চিঠি আমরা হাতে পায়নি। হাতে পাওয়ার আমরা আর কোন নতুন মাল বরাদ্দ দেব না। এখন টিআর ও কাবিখার মাল জগতির নামেই বরাদ্দ দেয়া হচ্ছে। এদিকে ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন উন্নয়ন বঞ্চিত বটতৈল ইউনিয়নের বাসিন্দারা। একটি সংগ্রাম কমিটি গঠণ করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। কমিটির সভাপতি শওকত আকবর জানান, বটতৈলকে নতুন ইউনিয়ন ঘোষনা করে সরকার থেকে অনেক আগে গেজেট প্রকাশ করা হলেও ক্ষমতালোভি শাহিন চেয়ারম্যানের কারনে তা বাস্তবায়ন হচ্ছে না। নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ শুরুর দাবি জানান তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রাম পরিষদের নেতা ডাঃ মিজানুর রহমান জানান, জগতি নামে আর কোন ইউনিয়নের অস্তিত্ব এখন নেই। বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু না করার কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। জেলা প্রশাসনকে বারবার জানানোর পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া আর কোন রাস্তা নেই আমাদের সামনে। এদিকে গত সপ্তাহে স্থাণীয় সরকার মন্ত্রানলয় থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসকে এক পত্রের মাধ্যমে নতুন বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, স্থাণীয় সরকার থেকে একটি চিঠি আমরা পেয়েছি। চিঠি বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দ্রুত কাজ শুরু করবো। এখন আর বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করতে কোন বাধা নেই বলে তিনি জানান। এ ব্যাপারে চেয়ারম্যান শাহিন সালাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, জগতি ইউনিয়ন বিলুপ্ত হলেও নতুন ইউনিয়ন বাস্তবায়নের কোন চিঠি আমি পায়নি। তাই এখনো আমিই চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান হত্যা মামলা থেকে সব আসামী খালাস
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলোচিত গোলাম মস্তফা ওরফে মুকুল হত্যা মামলা থেকে ২৪ আসামীই খালাস পেয়েছে। মঙ্গলবার কুষ্টিয়ার স্পেশাল জজ এজলাসে বিচারক সাজেদুল করিম এই রায় ঘোষনা করেছেন। এসময় আদালত প্রাঙ্গণে অনেক লোকসমাগম হয়। ২০০৪ সালের ২১ এপ্রিল আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মস্তফা ওরফে মুকুলকে সন্ত্রাসীরা গুলি ও জবাই করে হত্যা করে। দীর্ঘদিন মামলা চলার পর গতকালের এ রায়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান ও ওবাইদুল ওরফে লালসহ (ভারতে নিহত) সকল আসামীকেই খালাস দিয়েছে আদালত। রায় শোনার পর কোন মন্তব্য করেননি নিহতের পিতা মামলার বাদী গোলাম সরোয়ার। মামলার খালাসপ্রাপ্ত আসামীর পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক বিএনপি দলীয় এমপি শহিদুল ইসলাম প্রভাব খাটিয়ে আলোচিত এই হত্যা মামলায় মূল সন্ত্রাসীদের বাদ দিয়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান, ওবাইদুল ওরফে লাল ও কয়েকজন আওয়ামীলীগ নেতার নাম জড়িয়ে দেন। সে কারনে আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ মেলেনি।
বুধবার, ২০ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়া হাসপাতালে নার্স তনুশ্রী উপর হামলা, কর্মবিরতি, দূর্ভোগ
শনিবার, ১৬ জানুয়ারী, ২০১০
মহাসড়ক বন্ধ করে কুষ্টিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ
দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরন আহত-১৫
দৌলতপুরে ডাকাতি ॥ অর্ধলক্ষাধিক টাকার সস্পদ লুট
শুক্রবার, ১৫ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় মোবাইল ও বাইসাইকেলের জন্য যুবককে পিটিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় ডাকাতদলের ৩ সদস্য গ্রেফতার

কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী দাদী নাসরিন গ্রেফতার

সোমবার, ১১ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় আইনজীবী সমিতির সাধারণ সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, সংঘাতের আশঙ্কা
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনজীবিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ায় সোমবারের সাধারণ সভায় সংঘর্ষের আশঙ্কাও করছেন আইনজীবীরা। বার্ষিক নির্বাচনের মাত্র ১ মাস আগে হঠাৎ করে ট্রেজারার, লাইব্রেরী সেক্রেটারী, কালচারাল সেক্রেটারী, অফিস সেক্রেটারী’র নামে ৪টি নতুন পদ সৃষ্টিসহ গঠনতন্ত্র সংশোধন করার জন্য এ সভা ডাকা হয়েছে। এছাড়াও কুষ্টিয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করার প্রস্তাবও দেয়া হতে পারে। সারাদেশের আইনজীবী সমিতির মেয়াদকাল ১ বছর বিদ্যমান থাকলেও নির্বাচনের ঠিক পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মেয়াদ ২ বছর করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ মতের পক্ষে ও বিপক্ষে দু-ভাগ হয়েছেন আইনজীবিরা। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম জানান, নিময়তান্ত্রিক ভাবেই সাধারণ সভা ডাকা হয়েছে। সমিতির সদস্যদের মতামত পেলেই গঠনতন্ত্র সংশোধন করা হবে। আর যদি মতামত না পাওয়া যায় গঠনতন্ত্র সংশোধন করা হবে না।
শনিবার, ৯ জানুয়ারী, ২০১০
দৌলতপুরে ৪০ বিঘা তামাক গাছ কেটে দিয়েছে সন্ত্রাসীরা
দৌলতপুরে শিক্ষককে মারপিট, শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ আটক-২
হয়ে গেল প্রথম আলো গণিত উৎসব
শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৫
সোমবার, ৪ জানুয়ারী, ২০১০
প্রত্যন্ত গ্রামে ১০ স্কুলের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
শনিবার, ২ জানুয়ারী, ২০১০
কুষ্টিয়ায় গণমুক্তিফৌজের খুলনা বিভাগীয় সামরিক প্রধান অরফেন গ্রেফতার
