মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১০

কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী দাদী নাসরিন গ্রেফতার


কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের অভিযানে আবারো গ্রেফতার হয়েছে শীর্ষ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের লেডী কমান্ডার দিলারা নাসরিন ওরফে নাসরিন ওরফে দাদী নাসরিন। মঙ্গলবার দুপুর ২টার দিকে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আলমগীর হোসেনের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম নাসরিনের শহরস্থ আমলাপাড়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাসরিনের বিরুদ্ধে হত্যাসহ ৫টি জিডি রয়েছে। পুলিশ বলেছে সে গণমুক্তিফৌজের শীর্ষ নেতা শাহীনের ঘনিষ্ট বান্ধবী। পুলিশ জানায়, নাসরিন গত ১৫ আগষ্ট কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেরুল আলম ও অধ্যাপক বান্দা ফাত্তাহ মোহন হত্যার সাথে জড়িত। ঘটনার দিন আগ্নেয়াস্ত্র সরবরাহ করে এই নাসরিন। এর আগে গত ৬ নভেম্বর গ্রেফতার হয় নাসরিনের ছোট বোন নাহিদ পারভীন ওরফে চম্পা। এ নিয়ে গত ৩ মাসে কুষ্টিয়ায় ৬ নারী চরমপন্থী গ্রেফতার হল।

কোন মন্তব্য নেই: