বুধবার, ২৭ জানুয়ারী, ২০১০

ইউনিয়ন নেই, বরাদ্দ আছে

৯৭ সালের পর সেখানে আর কোন নির্বাচন হয়নি। নিজের পদ টিকিয়ে রাখার জন্য নানা কৌশল অবলম্বন করেন তিনি। এরই মাঝে বিলুপ্ত হয়ে যায় তার ইউনিয়ন পরিষদ। একই সাথে তার চেয়ারম্যান পদটিও। নতুন ইউনিয়ন গঠন করার জন্য গেজেট প্রকাশ করা হয় ৮ মাস আগে। তবে তিনি পদ ছাড়তে নারাজ। নানা কৌশলে এখনো তিনিই চেয়ারম্যান থাকতে চান। আর এ ব্যাক্তিটি হলেন কুষ্টিয়া সদর উপজেলার বিলুপ্ত হয়ে যাওয়া ইউনিয়ন জগতির চেয়ারম্যান। ওই চেয়ারম্যানের বাধার কারনে বারবার পিছিয়ে যাচ্ছে নতুন এক ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের কাজ। সরকারি গেজেট প্রকাশ হলেও জেলা প্রশাসন এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। এ কারনে নতুন ইউনিয়নের বাসিন্দারা সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ক্ষমতাধর এ চেয়ারম্যানের কাছে সবাই অসহায়। জগতি নামে কোন ইউনিয়ন না থাকলেও এখনো সরকারি সব বরাদ্দ এ ইউনিয়নের নামেই দেয়া হচ্ছে। এমনকি স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকেও সম্প্রতি ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। খোঁজনিয়ে জানা গেছে, সদর উপজেলার সাবেক ৪ নং জগতি ইউনিয়নের অর্ধেক অংশ কুষ্টিয়া পৌরসভার ভিতরে অন্তর্ভুক্ত হওয়ার কারনে সরকার জগতি ইউনিয়ন বিলুপ্ত ঘোষণা করে বটতৈল নামে নতুন ইউনিয়ন বাস্তবায়নের গেজেট জারি করে। এদিকে গেজেট জারির ৮ মাস অতিবাহিত হলেও বিলুপ্ত জগতি ইউনিয়নের চেয়ারম্যান শাহিন সালাউদ্দিন অবৈধ ভাবে বিভিন্ন কৌশলে ক্ষমতা আকড়ে থাকার চেষ্টা করে আসছেন। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বিলুপ্ত জগতি ইউনিয়নে চার লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গত ১৭ নভেম্বর এলজিএসপি প্রকল্পের আওতায় ৪ লাখ ৪১ হাজার টাকার অনুদান দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব হাবিবুর রহমান চৌধুরী সাক্ষরিত এ পত্রটি কয়েক সপ্তাহ আগে জেলা পশাসক হাতে পেয়েছেন। চেয়ারম্যান শাহিন এখনো অবৈধ ভাবে টিআর ও কাবিখা প্রকল্পের মালও উত্তোলন করছেন। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়েব জানান, জগতি ইউনিয়নকে বিলুপ্ত করে বটতৈলকে নতুন ইউনিয়ন করার ব্যাপারে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা এখনো কার্যকর হয়নি। এ সংক্রান্ত কোন চিঠি আমরা হাতে পায়নি। হাতে পাওয়ার আমরা আর কোন নতুন মাল বরাদ্দ দেব না। এখন টিআর ও কাবিখার মাল জগতির নামেই বরাদ্দ দেয়া হচ্ছে। এদিকে ইউনিয়ন বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন উন্নয়ন বঞ্চিত বটতৈল ইউনিয়নের বাসিন্দারা। একটি সংগ্রাম কমিটি গঠণ করে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তারা। কমিটির সভাপতি শওকত আকবর জানান, বটতৈলকে নতুন ইউনিয়ন ঘোষনা করে সরকার থেকে অনেক আগে গেজেট প্রকাশ করা হলেও ক্ষমতালোভি শাহিন চেয়ারম্যানের কারনে তা বাস্তবায়ন হচ্ছে না। নতুন ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে কাজ শুরুর দাবি জানান তিনি। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংগ্রাম পরিষদের নেতা ডাঃ মিজানুর রহমান জানান, জগতি নামে আর কোন ইউনিয়নের অস্তিত্ব এখন নেই। বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু না করার কারণে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে। জেলা প্রশাসনকে বারবার জানানোর পরও তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না। এ অবস্থায় আন্দোলনে নামা ছাড়া আর কোন রাস্তা নেই আমাদের সামনে। এদিকে গত সপ্তাহে স্থাণীয় সরকার মন্ত্রানলয় থেকে কুষ্টিয়ার জেলা প্রশাসকে এক পত্রের মাধ্যমে নতুন বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, স্থাণীয় সরকার থেকে একটি চিঠি আমরা পেয়েছি। চিঠি বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ মোতাবেক আমরা দ্রুত কাজ শুরু করবো। এখন আর বটতৈল ইউনিয়নের কার্যক্রম শুরু করতে কোন বাধা নেই বলে তিনি জানান। এ ব্যাপারে চেয়ারম্যান শাহিন সালাউদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, জগতি ইউনিয়ন বিলুপ্ত হলেও নতুন ইউনিয়ন বাস্তবায়নের কোন চিঠি আমি পায়নি। তাই এখনো আমিই চেয়ারম্যান।

কোন মন্তব্য নেই: