শনিবার, ৯ জানুয়ারী, ২০১০

দৌলতপুরে শিক্ষককে মারপিট, শিক্ষার্থীদের বিক্ষোভ ॥ আটক-২

দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের রফিকুল ইসলাম (৩৫) নামের এক শিক্ষককে পিটিয়েছে একদল স্থানীয় লোকজন। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে স্কুলের শিক্ষকদের কক্ষে প্রবেশ করে এ মারপিটের ঘটনা ঘটায়। আহত শিক্ষক রফিকুল ইসলাম বর্তমানে দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দোষিদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে।পুলিশ ও স্থানীরা জানায়, শনিবার দুপুরে স্থানীয় শিতলিপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে তপন তাঁর এসএসসি পাশের সনদপত্র ওঠানোর জন্য স্কুলে যায়। এ সময় শিক্ষকরা তপনের কাছ থেকে সার্টিফিকেট বাবদ ৫০ টাকা দাবি করলে তপন সার্টিফিকেট না নিয়ে স্কুল থেকে চলে যায়। কিছুক্ষণ পর তপন, তার বাবা পিয়ার আলী ও স্থানীয় শামীম নামে তিন জন স্কুলে প্রবেশ করে টাকা নেয়ার কারণ জানতে চাইলে বাকবিতন্ডার এক পর্যায়ে শিক্ষক রফিকুলকে তারা মারধর করে। এ সময় শিক্ষকরা আসলে পিয়ার আলী ও তার ছেলে তপন পালিয়ে যাওয়ার সময় স্কুল গেটের আনছার তাদের আটক করে থানায় সোপর্দ করে। আহত শিক্ষক রফিকুল ইসলাম জানান, সনদপত্র বিতরনের দায়িত্ব ছিল স্কুলের আরেক শিক্ষক জামিরুল ইসলামের উপর। আমি কোন দায়িত্বে না থাকার পরও তারা ব্যাক্তিগত আক্রোশের কারণে উদ্দেশ্য প্রনোদিত ভাবে আমাকে মারপিট করে। বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগত লোকজন অফিস কক্ষে ঢুকে শিক্ষককে মারপিটের ঘটনায় স্থানীয় লোকজন তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

কোন মন্তব্য নেই: