
কুষ্টিয়া পুলিশ পাশ্ববর্তি রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে আতঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে লুন্ঠিত মালামালসহ গ্রেফতার করেছে। সোমবার রাতে রাজবাড়ী সদর ও পাংশা উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সিএ হালিমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম সোমবার রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য আব্দুল মালেক, রফিকুল ইসলাম ও নুরু মিয়াকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশ কিছু স্বর্ণালংকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এদিকে জেলার ভেড়ামারা থানা পুলিশ উপজেলার দশ মাইল এলাকায় এক অভিযান চালিয়ে সুজন ও রিপন নামের দুই ছিনতাইকারী কে আটক করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন