
কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ চরমপন্থী সংগঠন গণমুক্তিফৌজের সামরিক শাখার খুলনা বিভাগীয় প্রধান তাত্ত্বিক নেতা খন্দকার জাহাঙ্গীর আলম ওরফে অরফেন ওরফে সাধু গ্রেফতার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তাকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে স্থানীয় ক্যাম্প পুলিশ’র এএসআই রফিক গ্রেফতার করেছে। গ্রেফতারের পর আজ শনিবার বিকেলে জেলা পুলিশ তাকে মিডিয়ার সামনে হাজির করে। বাংলা, হিন্দী, ইংরেজী ও চাইনিজ ভাষা জানা তাত্ত্বিক এই চরমপন্থী নেতা অপরাধ জগতের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। একই সাথে সে সম্প্রতি দলের মুখপাত্র হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করছেন বলেও জানান।পুলিশ বলেছে প্রাথমিক পর্যায়ে তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ ৪’টি মামলা রয়েছে রয়েছে বলে জানা গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন