শনিবার, ১৬ জানুয়ারী, ২০১০

দৌলতপুরে দু’গ্রুপের সংঘর্ষ, বোমা বিস্ফোরন আহত-১৫

দৌলতপুর প্রতিনিধি
ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে দৌলতপুরে দু’গ্র“পের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বেলা ১ টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পোড়া শলুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে পিয়ারপুরের পোড়া শলুয়া গ্রামের শহীদুল ইসলামের ছাগলে এইক গ্রামের বজলুর রহমানের ক্ষেত খায়। এই ঘটনার জের ধরে দুপুর ১ টার দিকে শহীদুল ও বজলুর রহমানের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের গ্র“পের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় গ্র“পের মাঝে প্রায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় বোমা, ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে উভয় গ্র“পের তফেল মালিথা (৫০), নাসির (৩৫), শহীদুল (৪৫), আতেজান (৫০), মিরাজুল (৩৪), তানিয়া (১৯), মহম্মদ (৪০) ও মহাবুল (৩৬) সহ প্রায় ১৫ জন আহত হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কোন মন্তব্য নেই: