
কুষ্টিয়ার মিরপুরে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। মিরপুর থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে উপজেলার চিথলিয়া গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে। তবে ওই যুবকের পরিচয় মেলেনি। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের রাস্তার পাশে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দূর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করে নিয়ে যাওয়ার পথে চলন্ত গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে রেখে যেতে পারে। যুবকের কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন