শনিবার, ১৬ জানুয়ারী, ২০১০

মহাসড়ক বন্ধ করে কুষ্টিয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপি দক্ষিণ বঙ্গের সাথে পশ্চিম বঙ্গের যোগাযোগ বন্ধ করে দিয়ে মজমপুর গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। ভারত সফরকালে প্রধানমন্ত্রী’র চুক্তি শতভাগ দেশ বিরোধী হয়েছে দাবী করে কুষ্টিয়া জেলা বিএনপি গতকাল শনিবার বিকেল ৫টায় এ প্রতিবাদ সমাবেশ চলাকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। প্রায় ২০ মিনিটব্যাপী সমাবেশে কয়েক হাজার যানবাহন চলাচল করতে পারেনি। সমাবেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদলের কেন্দ্রীয় সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দেশের জন্য কোন কল্যাণ বয়ে আনবেনা। বরং ভারতের স্বার্থ রক্ষার জন্যই তিনি ভারতের সাথে চুক্তি করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি দেশের জনগণকে সাথে নিয়ে চুক্তি বাতিলের জন্য রাজপথে আন্দোলন করেবে। এসময় জেলা নেতৃবৃন্দ ছাড়াও অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা বিএনপি’র কার্যালয়ে শেষ হয়।

কোন মন্তব্য নেই: