বুধবার, ২৭ জানুয়ারী, ২০১০

ইউপি চেয়ারম্যান হত্যা মামলা থেকে সব আসামী খালাস

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আলোচিত গোলাম মস্তফা ওরফে মুকুল হত্যা মামলা থেকে ২৪ আসামীই খালাস পেয়েছে। মঙ্গলবার কুষ্টিয়ার স্পেশাল জজ এজলাসে বিচারক সাজেদুল করিম এই রায় ঘোষনা করেছেন। এসময় আদালত প্রাঙ্গণে অনেক লোকসমাগম হয়। ২০০৪ সালের ২১ এপ্রিল আমবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গোলাম মস্তফা ওরফে মুকুলকে সন্ত্রাসীরা গুলি ও জবাই করে হত্যা করে। দীর্ঘদিন মামলা চলার পর গতকালের এ রায়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান ও ওবাইদুল ওরফে লালসহ (ভারতে নিহত) সকল আসামীকেই খালাস দিয়েছে আদালত। রায় শোনার পর কোন মন্তব্য করেননি নিহতের পিতা মামলার বাদী গোলাম সরোয়ার। মামলার খালাসপ্রাপ্ত আসামীর পক্ষ থেকে বলা হয়েছে, সাবেক বিএনপি দলীয় এমপি শহিদুল ইসলাম প্রভাব খাটিয়ে আলোচিত এই হত্যা মামলায় মূল সন্ত্রাসীদের বাদ দিয়ে শীর্ষ সন্ত্রাসী আজিবর চেয়ারম্যান, ওবাইদুল ওরফে লাল ও কয়েকজন আওয়ামীলীগ নেতার নাম জড়িয়ে দেন। সে কারনে আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ মেলেনি।

কোন মন্তব্য নেই: