সোমবার, ১১ জানুয়ারী, ২০১০

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির সাধারণ সভাকে কেন্দ্র করে চরম উত্তেজনা, সংঘাতের আশঙ্কা

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। আইনজীবিরা দু’ভাগে বিভক্ত হয়ে পড়ায় সোমবারের সাধারণ সভায় সংঘর্ষের আশঙ্কাও করছেন আইনজীবীরা। বার্ষিক নির্বাচনের মাত্র ১ মাস আগে হঠাৎ করে ট্রেজারার, লাইব্রেরী সেক্রেটারী, কালচারাল সেক্রেটারী, অফিস সেক্রেটারী’র নামে ৪টি নতুন পদ সৃষ্টিসহ গঠনতন্ত্র সংশোধন করার জন্য এ সভা ডাকা হয়েছে। এছাড়াও কুষ্টিয়া আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মেয়াদ এক বছরের স্থলে দুই বছর করার প্রস্তাবও দেয়া হতে পারে। সারাদেশের আইনজীবী সমিতির মেয়াদকাল ১ বছর বিদ্যমান থাকলেও নির্বাচনের ঠিক পূর্বে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির মেয়াদ ২ বছর করার উদ্যোগ নেয়া হচ্ছে। এ মতের পক্ষে ও বিপক্ষে দু-ভাগ হয়েছেন আইনজীবিরা। এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আমিরুল ইসলাম জানান, নিময়তান্ত্রিক ভাবেই সাধারণ সভা ডাকা হয়েছে। সমিতির সদস্যদের মতামত পেলেই গঠনতন্ত্র সংশোধন করা হবে। আর যদি মতামত না পাওয়া যায় গঠনতন্ত্র সংশোধন করা হবে না।


কোন মন্তব্য নেই: