শুক্রবার, ৬ নভেম্বর, ২০০৯

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা বাবু নিহত

কুষ্টিয়া ৬ নভেম্বর ২০০৯
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধের সময় নিহত হয়েছে চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের পোড়াদহ অঞ্চলের কমান্ডার মজিবর রহমান ওরফে বাবু। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৈমারা বিলের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে কৈমারা বিল এলাকায় গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা বাবু সহযোগীদের নিয়ে বৈঠক করছে এ সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ ও মিরপুর থানা পুলিশের একটি যৌথ টিম রাত আড়াইটার দিকে সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের উপর লক্ষ করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে চরমপন্থী নেতা বাবু ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি ও ৪ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে। নিহত বাবুর বিরুদ্ধে ২টি হত্যাসহ মোট ৬টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কোন মন্তব্য নেই: