ভারতের আনন্দবাজার পত্রিকায় ছাপা হওয়া এ সংক্রান্ত খবর।

আজিবর ও কালুর দায় স্বীকার
ওবাইদুল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে গণবাহিনীর প্রধান আজিবর চেয়ারম্যান ও সামরিক শাখার প্রধান কালু। ভারত থেকে কুষ্টিয়ার সাংবাদিকদের মোবাইলে শনিবার রাতে ফোন করে তারা এ হত্যাকান্ডের দায় স্বীকার করে। এসময় তারা পার্টির পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, পার্টির নির্দেশ অমান্য করে টেন্ডারবাজি, নিরীহ লোকজনকে ধরে মাথা কেটে হত্যা, সামরিক শক্তি নিজের কাজের ব্যবহার ও অর্থ আত্মসাতের কারনে পার্টির সকল নেতাকর্মির সিদ্ধান্তক্রমে ওবাইদুল ওরফে লালকে সব্বোর্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারন করা হয়। সামরিক শাখার কমান্ডার কালুর নের্তৃত্বে পার্টির একদল গেরিলা রাত ৯টায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। একই সাথে বিবৃতিতে তারা গনবাহিনীর নতুন কমিটির ঘোষনা দেয়। নতুন কমিটিতে আজিবর চেয়ারম্যানকে পার্টির শীর্ষপদ সম্পাদক ও কালুকে পার্টির সামরিক শাখার সম্পাদক পদ দেয়া হয়েছে। লালের শাস্তি কার্যকরের ব্যাপারে পার্টির কর্মিদের বিভ্রান্ত না হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে ওই বিবৃতিতে আহবান জানানো হয়।
ওবাইদুল হত্যাকান্ডের দায় স্বীকার করেছে গণবাহিনীর প্রধান আজিবর চেয়ারম্যান ও সামরিক শাখার প্রধান কালু। ভারত থেকে কুষ্টিয়ার সাংবাদিকদের মোবাইলে শনিবার রাতে ফোন করে তারা এ হত্যাকান্ডের দায় স্বীকার করে। এসময় তারা পার্টির পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। এতে বলা হয়, পার্টির নির্দেশ অমান্য করে টেন্ডারবাজি, নিরীহ লোকজনকে ধরে মাথা কেটে হত্যা, সামরিক শক্তি নিজের কাজের ব্যবহার ও অর্থ আত্মসাতের কারনে পার্টির সকল নেতাকর্মির সিদ্ধান্তক্রমে ওবাইদুল ওরফে লালকে সব্বোর্চ শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারন করা হয়। সামরিক শাখার কমান্ডার কালুর নের্তৃত্বে পার্টির একদল গেরিলা রাত ৯টায় গুলি করে তার মৃত্যুদণ্ড কার্যকর করে। একই সাথে বিবৃতিতে তারা গনবাহিনীর নতুন কমিটির ঘোষনা দেয়। নতুন কমিটিতে আজিবর চেয়ারম্যানকে পার্টির শীর্ষপদ সম্পাদক ও কালুকে পার্টির সামরিক শাখার সম্পাদক পদ দেয়া হয়েছে। লালের শাস্তি কার্যকরের ব্যাপারে পার্টির কর্মিদের বিভ্রান্ত না হওয়ার জন্য কমিটির পক্ষ থেকে ওই বিবৃতিতে আহবান জানানো হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন