রবিবার, ৮ নভেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় ৮টি হাতবোমাসহ দুই চরমপন্থী আটক

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ এক অভিযান চালিয়ে ৮টি হাতবোমাসহ জাসদ গণবাহিনীর দুই চরমপন্থীকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলো, মইনুদ্দিন ও ইমদাদুল হক। শনিবার গভীর রাতে এদের ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মইনুদ্দিন সদর উপজেলার পিয়ারপুর গ্রামের ইউসুফ মোল্লার ছেলে এবং ইমদাদুল হক ঝিনাইদহের শৈলকুপা উপজেলার জুগিপাড়া গ্রামের ইরাদ আলীর ছেলে।কুষ্টিয়া সহকারি পুলিশ সুপার (সদরদপ্তর) আলমগীর হোসেন জানান, গোয়েন্দা পুলিশের একটি দল রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শান্তিডাঙ্গা এলাকার একটি কলা বাগানে অভিযান চালিয়ে গ্রেফতার করে মইনুদ্দিন ও ইমদাদুল হককে। এসময় আরো ৫ চরমপন্থী পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ৮টি হাতবোমা উদ্ধার করে। পরে বোমা গুলো পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়। পুলিশ জানায়, মইনুদ্দিন ও ইমদাদুল হক নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনী ওবাইদুল ওরফে লাল গ্র“পের সক্রিয় সদস্য। বিশ্ববিদ্যালয়ের টেন্ডার সামনে রেখে আতংক সৃষ্টির জন্য বোমাগুলো ব্যবহার করতো।

কোন মন্তব্য নেই: