রবিবার, ৮ নভেম্বর, ২০০৯

মিরপুরে যুবলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার, অর্ধদিবস ধর্মঘট পালন

কুষ্টিয়ার মিরপুরে পৌর যুবলীগের সভাপতি ব্যবসায়ী ওয়াহেদ জোয়ার্দ্দারকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আধাবেলা ধর্মঘট পালিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতা-কর্মীরা গতকাল রোববার সকাল থেকে মিরপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠানে অর্ধদিবস ধর্মঘট পালন করে। নতুন বাজার ব্যবসায়ী সমিতির আহবানে এ ধর্মঘটে সকল দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। ধর্মঘটের কারনে শহরের মধ্যদিয়ে বিভিন্ন রুটের যানবাহন চলাচলও বন্ধ ছিল। ধর্মঘট চলাকালে যুবলীগ নেতা-কর্মি ও ব্যবসায়ীরা দফায় দফায় মিছল করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।শনিবার দুপুরে র‌্যাব সদস্যরা যুবলীগ নেতা ওয়াহেদ জোয়ার্দ্দারকে ধারালো অস্ত্রসহ তার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, দেশীয় তৈরি অস্ত্র ও ফেন্সিডিলের বোতলসহ তাকে গ্রেফতার করা হয়। মামলা দিয়ে তাকে আদালতে প্রেরন করা হয়। এদিকে যুবদলের নেতা-কর্মি ও ব্যবসায়ীরা অভিযোগ করেন কোন কারণ ছাড়াই র‌্যাব ওয়াহেদ জোয়ার্দ্দারকে গ্রেফতার করে নির্যাতন চালায়।

কোন মন্তব্য নেই: