সোমবার, ৩০ নভেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় অপহৃত যুবকের গলিত লাশ উদ্ধার, গ্রেফতার ২

কুষ্টিয়ায় অপহৃত এক যুবকের গলিত লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে কুষ্টিয়া পুলিশ মেহেরপুরের গাংনী উপজেলার একটি বাড়ি থেকে গলিত এ লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে পুলিশ অপহরণকারী চক্রের জাকির ও মিসকাত নামে দুই সদস্যকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত লাশটি ফিরোজ আহমেদ ওরফে কাজলের। কুষ্টিয়া থেকে ৪ মাস ১৬ দিন আগে সে অপহৃত হয়।
কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানিয়েছেন, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বড়িয়া গ্রামের দেলবার হোসেনের ছেলে ফিরোজ আহম্মেদ কাজলকে গত ১২জুলাই অজ্ঞাত সন্ত্রাসীরা অপহরন করে। এ ব্যাপারে অপহৃতের বাবা মিরপুর থানায় মামলা করে। অপহরণকারীদের ধরতে গত বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকা থেকে পুলিশের তালিকা ভুক্ত চরমপন্থি সন্ত্রাসী নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পুর্ববাংলা কমিউনিষ্ট জনযুদ্ধের সক্রিয় সদস্য জাকিরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মৃত জেকের মোল্লার ছেলে মিসকাত মোল্লা ওরফে কসাই কে আজ শুক্রবার সকালে গ্রেফতার করা হয়। উভয় দেওয়া তথ্যের উপর ভিত্তিতে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের একটি নির্মানাধীন বাড়ীর মেজে খুঁড়ে অপহৃত কাজলের গলিত মৃত দেহ উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই: