রবিবার, ১৫ নভেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় পুলিশ এনকাউন্টারে চরমপন্থী নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এম এল) জনযুদ্ধের আঞ্চলিক কমান্ডার মামুনুুর রশিদ ওরফে মামুন (৩৮)। গতকাল রবিবার ভোরে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি-কাতলামারী মাঠের পাঁচপীর তলার একটি আমবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি এলজি গান, ৪ রাউন্ড বন্দুকের গুলি ও ২ টি রামদা উদ্ধার করেছে। দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টি (এম এল) জনযুদ্ধের ক্যাডাররা ওই স্থানে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া (সদর) ও দৌলতপুর থানা পুলিশের বিশেষ একটি যৌথ টিম ঘটনাস্থলে যায় এবং বাহিনীর অবস্থান জেনে চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। শুরু হয় এক বন্দুকযুদ্ধ। প্রায় আধাঘন্টা ব্যাপী বন্দুকযুদ্ধে চরমপন্থী মামুন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। পুলিশ জানায়, সে তালিকাভুক্ত চরমপন্থী সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালিত হয়েছে। চরমপন্থী মামুনের বিরুদ্ধে কুষ্টিয়া সদর, দৌলতপুর, মিরপুর ও গাংনী থানায় ২টি হত্যা, ১টি চাঁদাবাজী সহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত চরমপন্থী মামুন মেহেরপুর জেলার গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামের রেজাউল করিম বান্টু বিশ্বাসের ছেলে।

কোন মন্তব্য নেই: