সোমবার, ৩০ নভেম্বর, ২০০৯

সংগ্রহে রাখার মতো : বিআরবি গ্র“প’র সৌজন্যে কুষ্টিয়া পুলিশের ঈদ কার্র্ড

ব্যতিক্রমী ঈদকার্ড বিতরণ করেছে কুষ্টিয়া পুলিশ। ঈদ শুভেচ্ছার পাশাপাশি এই কার্ডে সংযুক্ত করা হয়েছে তৃনমূল পর্যায় থেকে শুরু করে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্থায়ী মোবাইল এবং টেলিফোন নাম্বার। যে কারনে কার্ডটি হয়ে উঠেছে সংগ্রহে রাখার মতো। অন্য সব প্রতিষ্ঠানের বিলি করা গতানুগতিক কার্ডের বাইরে জেলা পুলিশের পক্ষ থেকে ছাপা কার্ডটি এখন সুধী মহলে আলোচনার কেন্দ্রে চলে এসেছে। অন্যান্য কার্ডের ভীড়ে এটি হারিয়ে যাচ্ছে না, বরং গুরুত্বপূর্ণ হয়েই এটি যেন পুলিশ ডাইরীর ভূমিকা পালন করছে। শুধুমাত্র এই একটি কার্ড সাথে থাকলেই কুষ্টিয়া জেলা পুলিশের যে কোন পর্যায়ে যোগাযোগ সহজতর হবে। যে কারনে টেবিলের কাচের নীচে এবং মানিব্যাগে ঢুকিয়ে রাখতেও দেখা গেছে অনেককে। এর ফলে কুষ্টিয়া জেলার চরমপন্থী-সন্ত্রাসী দমনে পুলিশ যেমন আরো বেশি তথ্য পাবে তেমনি সাধারন মানুষ যে কোন সময়ে উপযুক্ত পর্যায়ে সেবা চেয়ে খুব সহজেই যোগাযোগ করতে বা সাহায্য চাইতে পারবে। জেলার মেধাবী ও চৌকস পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান, বিপিএম-এর ব্যক্তিগত উদ্যোগ এবং পরিকল্পনায় অনন্য অসাধারন এ কার্ড প্রস্তুতে আর্থিক সহায়তা দিয়েছে দেশ সেরা কেবল প্রস্ততকারী প্রতিষ্ঠান বিআরবি গ্র“প অব ইন্ডাষ্ট্রিজ। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যক্তিই নয় এ কার্ড পাচ্ছেন জেলার বিভিন্ন শ্রেনী-পেশার ২২ হাজার মানুষ। সুধীজন এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। আর পুলিশ সুপার শাহাবুদ্দিন খান বলেছেন, এ উদ্যোগের ফলে পুলিশি কর্মকান্ডে জনগনের অংশিদারিত্ব নিশ্চিত হবে।বিআরবি গ্র“প’র চেয়ারম্যান মজিবর রহমান’র আর্থিক সহযোগিতায় এ ব্যতিক্রমধর্মী এবং অতি প্রয়োজনীয় সংগ্রহে রাখার মত ঈদ কার্ড দিয়ে ঈদুল আযহা’র শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বেশ কিছু ম্যাসেজও প্রচার করেছে জেলা পুলিশ। সাদামাটা কিন্তু বাহারি ডিজাইনের এ ঈদ কার্ডে রয়েছে কুষ্টিয়া জেলার পুলিশ সুপারসহ শীর্ষ সকল পুলিশ কর্মকর্তা, সকল থানার ওসি, ৪টি পুলিশ ফাঁড়ি এবং প্রত্যন্ত এলাকার ৩৩টি পুলিশ ক্যাম্পে’র আইসি/ইনচার্জদের স্থায়ী মোবাইল ফোন নম্বর। ব্যক্তিগত হওয়ায় আগে ক্যাম্পের আইসিরা বদলী হয়ে গেলে নতুন আগত আইসি বা ইনচার্জদের মোবাইল নাম্বার সংগ্রহ করা লাগতো। কিন্তু অতি সম্প্রতি পুলিশ সুপার শাহাবুদ্দিন খানের নিজ উদ্যোগে ৪টি ফাড়ি বা তদন্ত কেন্দ্র থেকে শুরু করে ৩৩টি পুলিশ ক্যাম্পের আইসিদের ু প্রত্যেক থানার ডিউটি অফিসারের জন্য একটি করে গ্রামীনের স্থায়ী মোবাইল নাম্বার প্রদান করেছেন। যা প্রতিটি মানুষেরই সংগ্রহে রাখার মত। জেলা পুলিশের তথ্য মতে এ ধরনের প্রায় ২২ হাজার ঈদ কার্ড ছেপে এখন তা তুনমূল পর্যায়ে বিতরণ করা হচ্ছে পুলিশের সকল ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে। জেলার সুধি সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনীতিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন সমাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা পর্যায় থেকে শুরু করে ওয়ার্ড পযায়ের মানুষদেরও এ কার্ড দেয়া হচ্ছে এ ব্যতিক্রমী ঈদকার্ড। নব দিগন্তের সূচনাকারী জেলা পুলিশের ঈদ কার্ডের শুরুতেই পুলিশের পক্ষ থেকে কুষ্টিয়াবাসির জন্যে করনীয় বিষয়ে কিছু জরুরী কথা বলা হয়েছে।এরমধ্যে রয়েছে, পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশের কর্মকান্ডে জনগণের অংশীদারীত্ব নিশ্চিত করুন। আপনার এলাকায় অপরাধীদের বিরুদ্ধে শক্তিশালী কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গড়ে তুলুন। এছাড়া আরো বলা হয়েছে, কমিউনিটি পুলিশিং এর অবদান, সমাজিক সমস্যার সমাধান। চরমপন্থী, অস্ত্রধারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাড়াই একসাথে। সকল প্রকার জঙ্গীপনা ও চরমপন্থীর বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলুন। প্রতি ইংরেজী মাসের নিদ্ধারিত তারিখে ওপেন হাউজডে-তে সবাই মিলে থানায় চলো, পুলিশ জনগণ খোলা মনে কথা বলো। নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন কর্মসূচী সফল করুন। জীবনে আইনি সহায়তা প্রয়োজন হয়নি এমন মানুষ এ সমাজে খুজে পাওয়া ভার। সে আইনি সহায়তা পেতে এখনকার সময়ে যখন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলছে, সেখানে তৃনমূলের মোবাইলের গুরুত্ব অপরিসীম। প্রথম বারের মত কুষ্টিয়া জেলা পুলিশের ঈদ কার্ডে দেওয়া নম্বর সমূহ হচ্ছে, ওসি, কুষ্টিয়া থানা ০১৭১৩৩৭৪২২০, ০১৭২৭০৪৩২০১ ওসি, কুমারখালী থানা ০১৭১৩৩৭৪২২২, ০১৭২৭০৪৩২১২, ওসি খোকসা থানা ০১৭১৩৩৭৪২২১, ০১৭২৭০৪৩২২০ ওসি, মিরপুর থানা ০১৭১৩৩৭৪২২৫, ০১৭২৭০৪৩২২৩, ওসি, ভেড়ামারা থানা ০১৭১৩৩৭৪২২৩, ০১৭২৭০৪৩২৩২, ওসি, ইবি থানা ০১৭১৩৩৭৪২২৬, ০১৭২৭০৪৩২০৬, ওসি, দৌলতপুর ০১৭১৩৩৭৪২২৪, ০১৭২৭০৪৩২৩৫, ওসি, ডিবি কুষ্টিয়া ০৭১-৬২৪০৭, ০১৭১৩৩৭৪২২৭, পুলিশ কন্ট্রোল রুম ০৭১৬২৪১২, ০১৭৩২২৩৮৩২২, এএসপি কুষ্টিয়া সার্কেল ০৭১-৬২৪০৩, ০১৭১৩৩৭৪২১৭, এএসপি ভেড়ামারা সার্কেল ০৭০২২-৭১৩৬৯, ০১৭১৩৩৭৪২১৮, এএসপি (হেডকোয়ার্টার) ০৭১-৬২৪০৭, ০১৭১৩৩৭৪২১৬, অতিরিক্ত পুলিশ সুপার ০৭১-৬২৪০৫, ০১৭১৩৩৭৪২১৫, পুলিশ সুপার ০৭১-৬২৪০০, ০১৭১৩৩৭৪২১৪, সদর পুলিশ ফাঁড়ি ০১৭২৭০৪৩২৪৩, মিলপাড়া পুলিশ ফাঁড়ি ০১৭২৭০৯১৬৩০, চৌরঙ্গী তদন্ত কেন্দ্র ০১৭২৭০৪৩২১৩, কুমারখালী শহর পুলিশ ফাঁড়ি ০১৭২৭০৪৩২৪৫। এছাড়াও রয়েছে জেলার আরো ৩৩টি পুলিশ ক্যাম্পের ইনচার্জদের মোবাইল নম্বার। এ সব বিষয়ে গতকাল জেলার পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান কুষ্টিয়াবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেছেন, জেলা পুলিশের আহবানে সাড়া দিয়ে চরমপন্থী ও জঙ্গী মুক্ত এবং সন্ত্রাস ও মাদক মুক্ত কুষ্টিয়া গড়ার দৃপ্ত শপথে জেলাবাসীর অবদানের জন্য আন্তরিক অনিন্দন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি অপরাধ ও অপরাধি সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে আগামীতেও সহায়তা করার আহবান জানান এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমে একান্ত সহযোগিতা কামনা করেছেন।

কোন মন্তব্য নেই: