বুধবার, ২৫ নভেম্বর, ২০০৯

দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষে ১ কৃষক নিহত, আহত-১৫

ক্ষেতে বিষ দেওয়াকে কেন্দ্র করে সোমবার রাত ৯টার সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর দু’পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম ওরফে নজু (৪৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে এবং আহত হয়েছে কমপক্ষে আরো ১৫ জন। আহতদের দৌলতপুর ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দৌলতপুর থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মাদাপুর গ্রামের আফেল উদ্দীনের ছেলে নজরুল ইসলাম নজু কয়েকদিন আগে তাঁর আলুর ক্ষেতে বিষ দেয়। একই গ্রামের নাহারুল ইসলামের পোষা মুরগী সোমবার ক্ষেতের ওই বিষ খেয়ে মারা যায়। এতে নাহারুল ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে নজরুল ইসলামের উপর হামলা চালালে উভয় গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় গ্রুপের নজরুল ইসলাম ওরফে নজু (৪৫) নাহারুল ইসলাম (৪০), মাজেদা খাতুন (২৫), কিতাব আলী (৩৫), ইয়াদ আলী (৩২), লেকিমন নেছা (৬০), আতুজান (২০), মাহাতাব আলী (৪০), রোজিনা (২২) সহ প্রায় ১২ জন আহত হয়। এদের মধ্যে নজুকে প্রথমে কুষ্টিয়া ও পরে রাজশাহী হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই: