বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০০৯

কুমারখালী বিএনপির বিরোধ আদালতে গড়ালো

কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির একপক্ষ আদালতে আবেদন করে স্থগিত করে দিয়েছে থানা ও শহর বিএনপির কাউন্সিল। গতকাল কুমারখালী পৌরসভার মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনসারসহ মোট ৬জন বিএনপি নেতা আদালতে আবেদন করেন। কুষ্টিয়ার সহকারি জজ (কুমারখালী) জাবেদ ইমামের আদালতে তারা জেলা বিএনপির আহবায়ক সোহরাব উদ্দিনসহ ১৬ জন নেতাকে বিবাদী করে উল্লেখ করেন, গঠনতন্ত্র না মেনে তারা কুমারখালী থানা ও শহর শাখার কাউন্সিল করার চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় তারা কাউন্সিল আহবান করলে প্রতিপক্ষ বিএনপি নেতা-কর্মিদের সাথে রক্তক্ষয়ি সংঘর্ষ হতে পারে। আদালত আবেদন বিবেচনা করে বিবাদীদের ৫দিনের মধ্যে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। একই সাথে কুমারখালী পৌর ও শহর বিএনপির কাউন্সিলের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। উল্লেখ্য কুমারখালী বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা নূরুল ইসলাম আনসারকে বাদ দিয়ে থানা আহবায়ক কমিটি করায় সেখানে বিএনপির বিভক্তি আরো স্পষ্ট হয়ে উঠেছে। দুই গ্রুপ সকল কর্মসূচী পাল্টা পাল্টি পালন করে। এদের মধ্যে ইতোপুর্বে দু-দফা সংঘর্ষও হয়েছে। এর মধ্যে আগামী ২২ তারিখ একপক্ষ কাউন্সিলের ঘোষনা দেয়।

কোন মন্তব্য নেই: