বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০০৯

বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত রায়কে স্বাগত জানিয়েছে কুষ্টিয়াবাসী

বঙ্গবন্ধু হত্যা মামলার চুড়ান্ত রায়কে স্বাগত জানিয়েছে কুষ্টিয়াবাসী। কুষ্টিয়ার রাজনীতিবিদ সচেতন মানুষ এ রায়কে ঐতিহাসিক রায় বলে মন্তব্য করেছেন। আওয়ামী লীগের দুটি গ্র“প এ উপলক্ষে মিলাদ, দোয়া, শোকরানা আদায় ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিকেলে শহরের থানাপাড়ায় জেলা আওয়ামি লেিগর কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক আজগর আলীর নেতৃত্বে সন্ধ্যায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজগর আলী বলেন, বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে কুন করা হয় অথচ এমন সময় ছিল এর বিচার চাওয়ার সাহস ছিলনা। মামলাও করতে পারিনি আমরা। তিনি বলেন, দেরীতে হলেও বিচারের যে চুড়ান্ত রায় হয়েছে তাতে জাতি আজ কলঙ্কমুক্ত হলো। আমরা কুষ্টিয়া বাসী এ রায়কে স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত। অন্যদিকে শহরের আড়–য়াপাড়ায় জেলা আওয়ামী লীগের পৃথক কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর নেতৃত্বে সন্ধ্যায় আয়োজন করা হয় মিলাদ ও আলোচনা। আনোয়ার আলী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় এ মামলার বিচার কার্যক্রম বিলম্ব হয়েছে। তিনি এ রায়কে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এর ফলে এ ধরনের হত্যাকান্ড আর কেউ ঘটাতে সাহস করবে না। তিনি বলেন, শুভবুদ্ধির সকল মানুষ এ রায়কে স্বাগত জানাবে। এদিকে রায় শোনার পর দুপুরেই কুষ্টিয়া আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মিরা রাস্তায় নেমে আসেন। তবে পরিস্থিতি যাতে উত্তপ্ত না হয় সেজন্য সিনিয়র নেতারা মিছিল করতে বারন করেন।

কোন মন্তব্য নেই: