বুধবার, ১৮ নভেম্বর, ২০০৯

কুষ্টিয়া পলিটেকনিকে বোমা বিষ্ফোরণ, আহত-১॥ হল খালি করার নির্দেশ

কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটে বোমা বিষ্ফোরণে ছাত্রলীগের এক নেতা গুরুতর আহত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জরুরী বৈঠক শেষে ছাত্র-ছাত্রীদের বিকেল ৪টার মধ্যে হল ত্যাগের নিদের্শ দিয়েছে। নির্দেশ মোতাবেক তারা হল ত্যাগ করেছে। পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে এ বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ইনষ্টিটিউটের মীর মোশাররফ হোসেন ছাত্রাবাসের ২০৯ নং কক্ষের সামনে হঠাৎ করে একটি বিকট শব্দ শোনা যায়। এর পর পরই সেখানে অবস্থানরত ইনষ্টিটিউটের ছাত্র ও কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভির আলম পারভেজ বোমার আঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। আহত তানভীর জানায়, কিছুদিন আগে বহিরাগত কিছু নামধারী ছাত্রের সাথে ইনষ্টিটিউটের ছাত্রদের গন্ডগোল হয়। এর প্রেক্ষিতে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলে সকলের ধারণা।

কোন মন্তব্য নেই: