
বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০০৯
মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন মাহবুবুল আলম হানিফ

কুষ্টিয়ায় জাসদ’র জেলা সম্মেলনে হাসানুল হক ইনু-মহাজোটকে আরো কার্যকর করতে হবে

খাজানগরের ৪’শতাধিক মিল বন্ধের হুমকি
ইবি কর্মকর্তা সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ এক ঘণ্টা পেছাতে হবে ঘড়ির কাঁটা

বুধবার, ৩০ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় আরেক নারী চরমপন্থী গ্রেফতার

কুষ্টিয়ায় ইংল্যান্ডের তৈরি বন্দুকসহ গণমুক্তি ফৌজের তিন সদস্য গ্রেফতার

শনিবার, ২৬ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন

কুষ্টিয়া, ২৬ ডিসেম্বর’০৯ ॥ দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং ৭২’এর সংবিধান পুণঃস্থাপনের দাবীতে কুষ্টিয়া ঘাতক দালাল নির্মূল কমিটি বিভিন্ন প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেটের ঘৃণিত রাজাকার চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ বোঝা বইব কত আর, চাই এবার রাজাকারের বিচার, ঘুরে বেড়ায় রাজাকার মা-বোনেরা হুশিয়ার, রুখো রাজাকার বাচাঁও দেশ, ৭১’র রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়, এরকম বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড বুকে ঝুলিয়ে ও ব্যানার নিয়ে মিছিলসহ মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা ঘোষনা করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সুন্দর বাংলাদেশ ও জেলা ছাত্রলীগ। ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যড: বায়েজিদ আক্কাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর সভার মেয়র আনোয়ার আলী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ দেশের ঘৃণিত রাজাকারদের বিচার হওয়া আবশ্যক। এই কুলাঙ্গারদের বিচার না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। এসময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্পাদক অসীত কুমার সিংহ রায়, জাসদ নেতা গোলাম মহসীন, আক্তারুজামান সেন্টুসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের প্রগতিশীল প্রায় দু’ শতাধীক মানুষ।
বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় মাটি খুড়ে ৪টি শক্তিশালী অস্ত্র উদ্ধার
মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়া সরকারী কলেজে ছাত্রলীগের দু’গ্র“পে সংঘর্ষ, আহত ৪
খোকসায় আলোচিত এসিড নিক্ষেপের ঘটনার মূল হোতা শিলার দুলাভাই আটক
বি আর বি পলিমার’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরএস ইন্ডাষ্টিজ এর ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান, বিআরবি পলিমার লিঃ এর ডিজিএম রোকনুজ্জামান।
পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বি আর বি পলিমার লিমিটেড-এর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলার শিল্প মালিক, ব্যবসায়ী, সুধীজনসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
খোকসায় দূর্ধর্ষ গণডাকাতি
পুলিশ জানিয়েছে, রাতে ৮/১০ জনের সশস্ত্র ডাকাতদল সোমসপুর বাজারে এসে কর্তব্যরত ৬ পাহারাদারকে বেঁধে রেখে বাজারের সাব পোষ্ট অফিসসহ অন্ততঃপক্ষে ২৫ দোকানে ডাকাতি করে। মঙ্গলবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ পাহারাদারকে উদ্ধার করে।
শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় ডায়াবেটিক রোগীদের পূণর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

ডাচবাংলা ব্যাংক প্রথমআলো গণিত উৎসব ২০১০কুষ্টিয়া অঞ্চলের নাম নিবন্ধণ চলছে

শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯
পানি পড়ছেই...
সর্বকালের সবচেয়ে কম লক্ষ্যমাত্রা নিয়ে কুষ্টিয়া চিনিকলে আখ মাড়াই শুরু

এশিয়ার বৃহত্তম বস্ত্রকল কুষ্টিয়ার মোহিনী মিল ব্যাক্তি মালিকানায় ছেড়ে দিলো সরকার, চালু হচ্ছে অচিরেই


বুধবার, ১৬ ডিসেম্বর, ২০০৯
বিজয় দিবস পালিত হচ্ছে
কুষ্টিয়ার খোকসার কুখ্যাত সালাম বাহিনীর প্রধান সালাম ডাকাতের গুলিবিদ্ধ লাশ পাবনার পদ্মাচর থেকে উদ্ধার
মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০০৯
বাদাম বিক্রি করে আর সংসার চলেনা রনাঙ্গনকাঁপানো মুক্তিযোদ্ধা আব্দুলের

কুষ্টিয়ায় সাংবাদিক নাহারুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালন
সোমবার, ১৪ ডিসেম্বর, ২০০৯
শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটির মোমবাতি মিছিল

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কুষ্টিয়া পাউবো’র ৩২ কোটি টাকার টেন্ডার
কুষ্টিয়া শহর রক্ষার্থে গড়াই নদীর তীরে বাধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ৩২ কোটি টাকার টেন্ডার ড্রপিং হয়েছে। সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে টেন্ডার ওপেন করা হয়। থানা পাড়া থেকে মহাশ্বশ্মান পর্যন্ত আড়াই কিলোমিটার বাধ নির্মানের মোট ৬ গ্রুপের কাজে ৯৬ টি সিডিউল বিক্রি হয়। এর মধ্যে ৫২টি সিডিউল ড্রপ হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ৫টি ও ফরিদপুরে ১টি এবং বাকী ৪৬টি সিডিউল জমা পড়ে কুষ্টিয়া পাউবো’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে রক্ষিত টেন্ডার বাক্সে। এবারই রেকর্ড সংখ্যক সিডিউল ড্রপিং হয়েছে।
দীর্ঘ দিন ধরে চরমপন্থি সন্ত্রাসী ও ক্ষমতাসীন দলের নেতারা কুষ্টিয়ার এ দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রন করে আসছে। এবার সবচেয়ে বড় অংকের ৩২ কোটি টাকার টেন্ডার নিয়ে কয়েকদিন ধরে জল্পনা কল্পনা চলে আসছে। সে কারনে এ উপলক্ষে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে পুলিশ ও র্যাব কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। গতকাল দিনভর পাউবোর কুষ্টিয়া অফিস ঠিকাদার নিরাপত্তাকর্মি ও সাংবাদিকদের উপস্থিতিতে সরগরম ছিলো। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, এবারও আওয়ামী লীগের একটি গ্রুপ একটি চরমপন্থি দলের সহায়তায় সুকৌশলে এ টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ৪৪ জন ঠিকাদার সিডিউল কিনেও ড্রপ করতে পারেন নি। কি কারনে তারা টেন্ডার ড্রপ করেন নি বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম টেন্ডার ওপেন করার সময় তিনি বলেন, কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে টেন্ডার ড্রপিং হয়েছে। ঠিকাদাররা স্বত;স্ফুর্তভাবে ট্রেন্ডার ড্রপিং করেছে। এখানে কোন শক্তির নিয়ন্ত্রণের কোন উপায় নেই। উপস্থিত ঠিকাদাররাও তার পক্ষে মত দেন। এ ব্যাপারে কুষ্টিয়া জেলা আওযামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেন, আওয়ামী লীগের কোন নেতাকর্মি এ টেন্ডারের সাথে জড়িত নয়। দেশ ইঞ্জিনিয়ারিং এর একজন ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, ৩০ শতাংশ লেসেও অনেকেই টেন্ডার দিয়েছে। কিভাবে কাজ করবে তা বুঝতে পারছি না। তবে কেউ চাপ দিয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে কিছু বলতে পারবো না। টেন্ডার ওপেনিং এর সময় ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া পুলিশের সহকারি পুলিশ সুপার (সদরদপ্তর) আলমগীর হোসেন জানান, আগে থেকেই আমরা সতর্ক ছিলাম। কড়া নিরাপত্তার মধ্যে ঠিকাদাররা শান্তিপূর্ণ পরিবেশে টেন্ডার ড্রপিং হয়েছে। এরমধ্যেও কেউ নিয়ন্ত্রণ করছে কি না আমরা খতিয়ে দেখছি।
চলতি বছরেই কুষ্টিয়ায় বাইপাস সড়ক, হরিপুর সেতু ও সুইমিং পুল কাজ শুরু হচ্ছে
কুষ্টিয়ায় ফের সক্রিয় চাঁদাবাজরা, ৩ মাসে থানায় ২৫ জিডি
প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আসামীরা ইবির বহুল আলোচিত অস্ত্র ও বিষ্ফোরক মামলা এখন ফাইলবন্দি
কুষ্টিয়ায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টুকু : আইন শৃঙ্খলা পরিস্থিতি ‘খুবই ভাল’ শুনতে চাই

শনিবার, ১২ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় কাটা মাথা ও দেহ বিচ্ছিন্ন লাশ উদ্ধার

শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০০৯
রাজাকারদের তালিকা প্রকাশ : কুষ্টিয়া বাংলাদেশকে পথ দেখিয়েছে বারবার-শাহরিয়ার কবির


শনিবার, ৫ ডিসেম্বর, ২০০৯
বিশ্বকাপ ফুটবল ২০১০ এর ড্র অনুষ্ঠিত
আজ ভোরে বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। নিচে গ্রুপভিত্তিক দল ও ফিকচার দেয়া হলো।
Group A
1. South Africa
2. Mexico
3. Uruguay
4. France
Group B
1. Argentina
2. Nigeria
3. South Korea
4. Greece
Group C
1. England
2. United States
3. Algeria
4. Slovenia
Group D
1. Germany
2. Australia
3. Serbia
4. Ghana
Group E
1. Netherlands
2. Denmark
3. Japan
4. Cameroon
Group F
1. Italy
2. Paraguay
3. New Zealand
4. Slovakia
Group G
1. Brazil
2. North Korea
3. Côte d'Ivoire
4. Portugal
Group H
1. Spain
2. Switzerland
3. Honduras
4. Chile
খেলার সূচী
Group Stage
Friday June 11, 2010
10:00am EDT
Flag of South Africa vsFlag of Mexico
2:30pm EDT
Flag of Uruguay vsFlag of France
Saturday June 12, 2010
7:30am EDT
Flag of Argentina vsFlag of Nigeria
10:00am EDT
Flag of South Korea vsFlag of Greece
2:30pm EDT
Flag of England vsFlag of United States
Sunday June 13, 2010
7:30am EDT
Flag of Algeria vsFlag of Slovenia
10:00am EDT
Flag of Germany vsFlag of Australia
1:30pm EDT
Flag of Serbia vsFlag of Ghana
Monday June 14, 2010
7:30am EDT
Flag of Netherlands vsFlag of Denmark
10:00am EDT
Flag of Japan vsFlag of Cameroon
2:30pm EDT
Flag of Italy vsFlag of Paraguay
Tuesday June 15, 2010
7:30am EDT
Flag of New Zealand vsFlag of Slovakia
10:00am EDT
Flag of Côte d'Ivoire vsFlag of Portugal
2:30pm EDT
Flag of Brazil vsFlag of North Korea
Wednesday June 16, 2010
7:30am EDT
Flag of Honduras vsFlag of Chile
10:00am EDT
Flag of Spain vsFlag of Switzerland
1:30pm EDT
Flag of South Africa vsFlag of Uruguay
Thursday June 17, 2010
7:30am EDT
Flag of France vsFlag of Mexico
10:00am EDT
Flag of Greece vsFlag of Nigeria
2:30pm EDT
Flag of Argentina vsFlag of South Korea
Friday June 18, 2010
7:30am EDT
Flag of Germany vsFlag of Serbia
10:00am EDT
Flag of Slovenia vsFlag of United States
2:30pm EDT
Flag of England vsFlag of Algeria
Saturday June 19, 2010
7:30am EDT
Flag of Ghana vsFlag of Australia
10:00am EDT
Flag of Netherlands vsFlag of Japan
1:30pm EDT
Flag of Cameroon vsFlag of Denmark
Sunday June 20, 2010
7:30am EDT
Flag of Slovakia vsFlag of Paraguay
10:00am EDT
Flag of Italy vsFlag of New Zealand
2:30pm EDT
Flag of Brazil vsFlag of Côte d'Ivoire
Monday June 21, 2010
7:30am EDT
Flag of Portugal vsFlag of North Korea
10:00am EDT
Flag of Spain vsFlag of Honduras
2:30pm EDT
Flag of Chile vsFlag of Switzerland
Tuesday June 22, 2010
10:00am EDT
Flag of France vsFlag of South Africa
10:00am EDT
Flag of Mexico vsFlag of Uruguay
2:30pm EDT
Flag of Nigeria vsFlag of South Korea
2:30pm EDT
Flag of Greece vsFlag of Argentina
Wednesday June 23, 2010
9:00am EDT
Flag of United States vsFlag of Algeria
10:00am EDT
Flag of Slovenia vsFlag of England
2:30pm EDT
Flag of Ghana vsFlag of Germany
2:30pm EDT
Flag of Australia vsFlag of Serbia
Thursday June 24, 2010
10:00am EDT
Flag of Slovakia vsFlag of Italy
10:00am EDT
Flag of Paraguay vsFlag of New Zealand
2:30pm EDT
Flag of Denmark vsFlag of Japan
2:30pm EDT
Flag of Cameroon vsFlag of Netherlands
Friday June 25, 2010
10:00am EDT
Flag of Portugal vsFlag of Brazil
10:00am EDT
Flag of North Korea vsFlag of Côte d'Ivoire
1:30pm EDT
Flag of Chile vsFlag of Spain
2:30pm EDT
Flag of Switzerland vsFlag of Honduras
Round of 16
Saturday June 26, 2010
10:00am EDT
1A vs2B
2:30pm EDT
1C vs2D
Sunday June 27, 2010
10:00am EDT
1D vs2C
2:30pm EDT
1B vs2A
Monday June 28, 2010
10:00am EDT
1E vs2F
2:30pm EDT
1G vs2H
Tuesday June 29, 2010
9:00am EDT
1F vs2E
2:30pm EDT
1H vs2G
Quarterfinal
Friday July 2, 2010
10:00am EDT
16E vs16G
2:30pm EDT
16A vs16C
Saturday July 3, 2010
10:00am EDT
16B vs16D
2:30pm EDT
16F vs16H
Semifinal
Tuesday July 6, 2010
2:30pm EDT
Q2 vsQ1
Wednesday July 7, 2010
2:30pm EDT
Q3 vsQ4
Third Place Game
Saturday July 10, 20102:30pm EDT
LS1 vsLS2
Final
Sunday July 11, 20102:30pm EDT
S1 vsS2
শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির দুই ভয়ংকর কিলার রোকন ও হাতকাটা সাগর নিহত
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০০৯
কুষ্টিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভা : বিজয়ের মাসে নানা কর্মসূচী গ্রহণ

স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদেরা এখনো দেশ বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছে। তারা কখনো এদেশের মঙ্গল চায় না। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শুরু করতে না পারলে শহীদদের রক্তের সাথে বেঈমানী করা হবে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার নির্বাচনী প্রতিশ্র“তি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। ক্ষমতা গ্রহনের এক বছর হতে গেলেও এখনো বিচার শুরু করতে পারেনি তারা। এ ব্যাপারে সরকার তাদের অবস্থান দেশবাসীর নিকট এখনো পরিস্কার করেনি। যুদ্ধাপরাধীদের বিচার কাজ তরান্বিত করতে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। চিহ্নিত রাজাকার-আলবদরদের বিরুদ্ধে আরো সোচ্চার হতে হবে। ৭১’এর ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া জেলা শাখা এবং জেলা উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় উপদেষ্টা ও কার্যকরি পরিষদের নের্তৃবৃন্দ তাদের বক্তৃতায় এ সব কথা বলেন। জেলা ইউনিটের সভাপতি এ্যাড. বায়েজীদ আক্কাসের সভাপতিত্বে এ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নিমূল কমিটির জেলা উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা বিশিষ্ট প্রবীণ সাংবাদিক আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী। সাধারণ সম্পাদক অসিত কুমার সিংহ রায়ের পরিচালনায় যৌথ সভায় সভায় বক্তৃতা করেন, জেলা নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন, কুষ্টিয়া বারের সম্পাদক ও পিপি এ্যাড. নুরুল ইসলাম দুলাল, এ্যাড. হারুণ-অর-রশীদ, জাসদ নেতা সাহাবুব আলী, গোলাম মহাসিন। অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, জেলা নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নেতা মুন্সী তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুর রহমান সুমন, নির্বাহী সদস্য কুষ্টিয়ার আধুনিক মিডিয়ার জনক মনজুর এহসান চৌধুরী, সাংবাদিক রাশেদুল ইসলাম বিপ্লব, সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মজিবুল শেখ প্রমুখ। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কারশেদ আলম, সহ-সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক হাসান জাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডঃ রাজিব আহসান রঞ্জু, দপ্তর সম্পাদক শুব্রত পাল, নির্বাহী সদস্য জিল্লুর রহমান, এনামুল হক বিশ্বাস, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক সাজ্জাদ রানা, সাংবাদিক শামসুল আলম স্বপন প্রমূখ। জেলা কমিটির এ যৌথ সভায় বিজয়ের মাসে মাসব্যাপী নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ১১ ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবসে বিকেল ৪টায় মজমপুর গেটে স্থাপিত ঘৃনিত রাজাকার চত্বরে গেজেটে প্রকাশিত জেলার রাজাকারদের নামের তালিকা টাঙ্গানো ও আলোচনা সভা, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সন্ধ্যা শহরের স্বাধীকার থেকে স্বাধীনতা চত্বরে মোমবাতি প্রজ্জলন, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় মহান বিজয় দিবসের র্যালী ও আলোচনা সভা, ২৬ ডিসেম্বর যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মজমপুর গেটে স্থাপিত ঘৃনিত রাজাকার চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করার সর্ব সম্মত সিদ্ধান্ত নেয়া হয় যৌথ সভায়। সভায় আরো বক্তারা বলেন, জেলা কমিটিকে অধিকতর শক্তিশালী, গতিশীল ও কার্যকর করতে হবে। এছাড়া সাংগঠনিক কর্মকান্ড বাড়াতে দ্রুত শহর কমিটি গঠন করার ব্যাপারে প্রস্তাবদেন যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী তরিকুল ইসলাম। এছাড়া এ সব কর্মসূচী সফল করতে তহবিল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। তাৎক্ষনিক প্রধান উপদেষ্টা আলহাজ্ব ওয়ালিউল বারী চৌধুরী ১ হাজার টাকা প্রদান করে তহবিল সংগ্রহের উদ্বোধন করেন। উপস্থিত সবাই এ সময় তহবিলে টাকা জমা দেন।
কুষ্টিয়ায় বাস-টেম্পু মুখোমুখী সংঘর্ষ : মহিলাসহ ৫ জন নিহত
বুধবার, ২ ডিসেম্বর, ২০০৯
ঘাতক দালাল নির্মূল কমিটির সভা বৃহস্পতিবার
দৌলতপুরে অপহরনের পর মাটির নীচে পুতে রাখা তিনটি লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে অপহরনের পর হত্যাকরে মাটির নীচে পুতে রাখা তিনটি লাশ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুরের সালিমপুর ও চর সালিমপুরের পৃথক তিনটি মাঠের দুর্গম এলাকায় মাটি খুড়ে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ। এই নির্মমতার শিকার কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার ব্যাংকার হাসান আলীর ছেলে সোহাগ, ঝিনাইদহের চুয়াডাঙা বাসস্ট্যান্ড এলাকার রেজাউল করিমের ছেলে রাসেল ও যশোরের শার্শা উপজেলার বাগআচড়া এলাকার এনজিও কর্মকর্তা জাহাঙ্গীর। এর আগে গতকাল সোমবার দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ওয়াসিমকে গ্রেপ্তার করে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। তার স্বীকারোক্তি মোতাবেক সোমবার রাতে ঢাকার বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় ঝিনাইদহের হরিণাকুন্ডু এলাকার রজব জোয়ার্দারের ছেলে মানিককে। এরা বিপ্লবী কমিউনিষ্ট পার্টির ক্যাডার বলে পুলিশ নিশ্চিত করেছে। তাদের স্বীকারোক্তি ও দেখিয়ে দেয়া স্থান খুড়ে লাশ তিনটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে জাহাঙ্গীরকে গ্রেমের প্রলোভনে ২মাস আগে, পুরাতন গাড়ী দেখানোর কথা বলে রাসেলকে ১মাস ১০দিন আগে ও এক সপ্তাহ আগে সোহাগকে কৌশলে অপহরন করে চরমপন্থিরা। এদের প্রত্যেকের মুক্তির জন্য ১০ লাখ করে টাকা দাবি করে চরমপন্থিরা। হত্যার পরও তারা জাহাঙ্গীরের পরিবারের নিকট থেকে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে। গতকালও তারা রাসেলের পরিবারের সদস্যদের নিকট টাকা আদায়ের চেষ্টা করেছে বলে জানা গেছে।পুলিশ জানায়, সংগবদ্ধ এ চক্র দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে নানা প্রলোভন দেখিয়ে মানুষ অপহরন করে মুক্তিপন আদায় করে আসছে। মোটা অংকের মুক্তিপণ দেয়া হলে অপহৃতদের ছেড়ে দেয়া হয়। আবার মুক্তিপণ আদায়ের পরে ধরা পড়ার ভয়ে অনেককে হত্যাও করা হয়।