শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির দুই ভয়ংকর কিলার রোকন ও হাতকাটা সাগর নিহত

কুষ্টিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে দুই দুর্ধর্ষ কিলার রোকন ও হাত কাটা সাগর। পুলিশ জানায়, এরা চরমপন্থী সংগঠন পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (মান্নান মোল্লা) গ্রুপের ক্যাডার। আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার জগতি রেলষ্টেশন সংলগ্ন একটি পুকুরের পাড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ইউএস’র তৈরি পিস্তল, একটি এলজি, ৫ রাউন্ড পিস্তলের গুলি, ৬ রাউন্ড বন্দুকের গুলি ও ৪ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, জগতি রেলষ্টেশনের নিকটে একটি পুকুর পাড়ে দুই দল চরমপন্থী সন্ত্রাসী বন্দুযুদ্ধে লিপ্ত হয়েছে এ সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে পুলিশ সেখানে যায়। পুলিশ দেখেই চরমপন্থিরা তাদের লক্ষ করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা জবাব দিলে শুরু হয় ত্রি-মুখি বন্দুকযুদ্ধ। প্রায় আধা ঘন্টাব্যাপী চলে এ বন্দুকযুদ্ধ। পরে ঘটনাস্থল থেকে পুলিশ পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টি (মান্নান মোল্লা) গ্রুপের সামরিক ক্যাডার কিলার রোকন ও ছমির উদ্দিন ওরফে হাত কাটা সাগরের লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে। নিহত চরমপন্থী সন্ত্রাসী রোকন কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম মজমপুর কোরবান শেখের ছেলে। তার বিরুদ্ধে ৫টি হত্যাসহ ১২টি মামলা ও হাত কাটা সাগর শহরতলী চৌড়হাস এলাকার সামছুদ্দিন ওরফে ভুট্রো ড্রাইভারের ছেলে। তার বিরুদ্ধে ৩টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।

কোন মন্তব্য নেই: