শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০০৯

পানি পড়ছেই...


আরো জোরে পড়ছিল। আমার সাথে থাকা সুমনকে বললাম কে যেন টিপকলটি খুলে রেখে গেছে লাগিয়ে দেও। ও চেষ্টা করে ব্যর্থ হলো।গতি কিছুটা কমলো। কিন্তু পানি পড়তেই থাকলো। সাথে ছিলেন প্রথম আলোর সাংবাদিক তৌহিদ। তাকে একটা ছবি তুলতে বললাম।
জানিনা কবে থেকে এমন হয়ে আছে। সামান্য ১২ টাকার টিপকলের জন্য কত হাজার হাজার টাকার পানি পড়ে যাচ্ছে।
এ ঘটনা কুষ্টিয়া সুগার মিলে গেষ্ট হাউজের গেটে। সুগার মিল এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। কেউ আর আখ দিতে চাচ্ছে না। আখের চাষও কমে গেছে। এ নিয়ে ভীষন দুশ্চিন্তায় সবাই। তাই এই সামান্য টিপকলের দিকে তাকাবার ফুরসত নেই কারো।

কোন মন্তব্য নেই: