শনিবার, ২৬ ডিসেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন



কুষ্টিয়া, ২৬ ডিসেম্বর’০৯ ॥ দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার শুরু এবং ৭২’এর সংবিধান পুণঃস্থাপনের দাবীতে কুষ্টিয়া ঘাতক দালাল নির্মূল কমিটি বিভিন্ন প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা মজমপুর গেটের ঘৃণিত রাজাকার চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। এ বোঝা বইব কত আর, চাই এবার রাজাকারের বিচার, ঘুরে বেড়ায় রাজাকার মা-বোনেরা হুশিয়ার, রুখো রাজাকার বাচাঁও দেশ, ৭১’র রাজাকার এই মুহুর্তে বাংলা ছাড়, এরকম বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড বুকে ঝুলিয়ে ও ব্যানার নিয়ে মিছিলসহ মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা ঘোষনা করেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, সুন্দর বাংলাদেশ ও জেলা ছাত্রলীগ। ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যড: বায়েজিদ আক্কাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌর সভার মেয়র আনোয়ার আলী। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এ দেশের ঘৃণিত রাজাকারদের বিচার হওয়া আবশ্যক। এই কুলাঙ্গারদের বিচার না হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। এসময় উপস্থিত ছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সম্পাদক অসীত কুমার সিংহ রায়, জাসদ নেতা গোলাম মহসীন, আক্তারুজামান সেন্টুসহ সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তি, আইনজীবী ও বিভিন্ন সংগঠনের প্রগতিশীল প্রায় দু’ শতাধীক মানুষ।

কোন মন্তব্য নেই: