শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

কুষ্টিয়ায় ডায়াবেটিক রোগীদের পূণর্বাসন প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

অসহায় ডায়াবেটিক রোগীদের পূনর্বাসনের লক্ষে কুষ্টিয়ায় মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়েছে প্রশিক্ষণ কেন্দ্র। গতকাল শনিবার সকাল ১১টায় এ পূণর্বাসন কেন্দ্রের উদ্বোধন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি প্রশিক্ষন কেন্দ্রের কম্পিউটার ও নকশীকাথা বিভাগ ঘুরে দেখেন। এসময় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন নজু, সাধারন সম্পাদক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে এ দুই বিভাগে ২০ জন ডায়াবেটিক রোগী ও তাদের সন্তানদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ধীরে ধীরে পরিধি বাড়ানো হবে বলে কর্তৃপক্ষ জানান। উল্লেখ্য কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির বর্তমান সদস্য সংখ্যা ১৮ হাজার। প্রতিদিন গড়ে ২শ রোগী এখান থেকে চিকিৎসা নেয়।

কোন মন্তব্য নেই: