শনিবার, ১৯ ডিসেম্বর, ২০০৯

ডাচবাংলা ব্যাংক প্রথমআলো গণিত উৎসব ২০১০কুষ্টিয়া অঞ্চলের নাম নিবন্ধণ চলছে


ডাচ বাংলা ব্যাংক প্রথমআলো কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব ২০১০ এর নাম নিবন্ধন চলছে। গত ১৩ ডিসেম্বর রোববার থেকে শুরু হওয়া এ নিবন্ধণ চলবে আগামি ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাচটা পর্যন্ত শহরের ৯২ এনএস রোড কেন্দ্রীয় সমবায় ব্যাংক নিচতলায় নিবন্ধন কার্যক্রম চলছে। আগে এলে আগে ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীকে রেজিষ্ট্রেশন দেওয়া হবে। বরাবরের মত শিক্ষার্থীদের প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম বা সমমান), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান), সেকেন্ডারি (নমব, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান, হায়ার সেকেন্ডারি ( একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এই চারটি ক্যাটাগরিতে ভাগ কর হয়েছে। বিস্তারিত প্রয়োজনে যোগাযোগ: ফোন: তৌহিদী হাসান ( ০১৭১৭৪৪৫৫০৪ )। কুষ্টিয়া আঞ্চলিক গণিত উৎসব আগামি ৯ জানুয়ারি শনিবার কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। উৎসবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে বইমেলা গণিত বুথ, মুক্ত আলোচনা, প্রদর্শনী ইত্যাদি। দিনব্যাপী উৎসব শেষে বিকেলে বিজয়ীদের পুর¯কৃত করার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

কোন মন্তব্য নেই: