বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০০৯

আজ এক ঘণ্টা পেছাতে হবে ঘড়ির কাঁটা


আজ ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিতে হবে। সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ রোববার এ ঘোষনা দেন। গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পরও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছিলেন, ৩১ ডিসেম্বর রাত ১২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে। বেশিরভাগ দেশে পূর্ণ ঘণ্টায় ঘড়ির কাঁটা বদলানো হয় বলে ইংরেজি নববর্ষের প্রাক্কালে দু'বার মধ্যরাত ধরা হবে কি না, এ নিয়ে জনমনে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল। ঠিক ১২টায় না করে ১১ টা ৫৯ মিনিটে কাঁটা পিছিয়ে দিলে তা আর ঘটবে না। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার গত ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো দিনের আলো সংরক্ষণ সময় (ডে লাইট সেভিং টাইম) ব্যবস্থা প্রবর্তন করে। আজ রাত ১১ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিয়ে রাত ১০টা ৫৯ মিনিট (জিএমটি +৬) করে আবার আগের অবস্থায় পিরে যাওয়া হবে। অবশ্য এ অবস্থা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। সেদিন আবার ১ ঘন্টা এগিয়ে নেয়া হবে। ২০১০ সাল থেকে প্রতি বছরই ৩১ মার্চ রাত ১০ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে রাত ১১ টা ৫৯ মিনিট (জিএমটি+৭) করা হবে। এটি ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। বিশ্বের অনেক দেশেই সূর্যালোকের প্রাপ্যতার ভিত্তিতে বছরে দু'বার সময় বদলের এরকম স্থায়ী ব্যবস্থা চালু আছে।

কোন মন্তব্য নেই: