
রবিবার, ৪ অক্টোবর, ২০০৯
কুষ্টিয়ায় কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন
দেশসেরা তৈজষপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ১৯তম প্রতিষ্ঠা উপলক্ষে রবিবার সকালে কুষ্টিয়া বিসিক শিল্পনগরীর কারখানা চত্বরে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মজিবর রহমান দিনব্যাপী কর্মসুচীর উদ্বোধন করেন। কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মেজবাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরবি গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান, এমআরএস ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শামসুর রহমান, বিআরবি কেবলস’র ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট ফাইজুল কবির। পরে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। কিয়াম মেটাল ইন্ডাষ্ট্রিজ লিঃ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জেলার শিল্প মালিক, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবি, সুধীজনসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কিয়াম প্রিন্টিং প্রেস’র উদ্বোধন করা হয়।

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন