কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গনবাহিনীর আসলাম গ্রুপের সামরিক কমান্ডার সুন্নত আলী নিহত হয়েছে।
বুধবার ভোর সোয়া ৫টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার উজানগ্রাম স্টিল ব্রিজের নিকট এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, উজানগ্রাম স্টিল ব্রিজের নিকট একদল চরমপন্থী গোপন বৈঠক করছে এ খবরের ভিত্তিতে আজ ভোর সোয়া ৫টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় চরমপন্থীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। এক পর্যায়ে চরমপন্থীরা পিছু হটলে পুলিশ সেখান থেকে সুন্নতের গুলিবিদ্ধ মৃত দেহ, একটি এলজি এবং ৫টি বন্দুকের গুলি উদ্ধার করে। সুন্নতের নামে ৪টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করছে।
বুধবার, ৭ অক্টোবর, ২০০৯
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন