রবিবার, ২৫ অক্টোবর, ২০০৯

চোর পেটানো সওয়াবের কাজ

পুলিশ যখন পারছে না চোরের সাথে। পুলিশ ধরছেও না চোরদের। তখন জনগনের কি করার ছিল। পিটিয়ে দু-একটা চোর না মারতে পারলে শান্তি আসবে কি করে। তাছাড়া চোর পেটানো অনেক সওয়াবের কাজ। এ কথাগুলো বললেন একজন ইমাম। পুলিশের দিকে তাকিয়ে না থেকে এবার কুষ্টিয়ার দৌলতপুরে এক চোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। রোববার সকালে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের হেতু নামের এক ব্যক্তির দোকানের চুরির ঘটনাকে কেন্দ্র করে শনিবার মধ্যরাতে গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের নবীর উদ্দিনের পুত্র জুয়েলকে গনপিটুনী শুরু করে এলাকাবাসী। গতকাল রোববার সকালে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার মৃত ঘোষণা করেন।এদিকে রোববার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের আব্দুর রাজ্জাক মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে দৌলতপুর উপজেলার হাকিমপুর গ্রামের ভূক্তভোগি মোঃ রসুলে পন্থী লিখিত বক্তব্যে বলেন, দৌলতপুর থানার ওসি হাসান হাফিজুর রহমানের সাথে চোর সিন্ডিকেটের রয়েছে সখ্যতা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নির্দেশ প্রদান করার পরেও তিনি আসামী গ্রেফতার করেননি। রসুলে পন্থী লিখিত বক্তব্যে বলেন, এপর্যন্ত তার বাড়িতে ছয়বার চুরি গেছে। এছর ১৭ সেপ্টেম্বর তার বাড়ি থেকে দুইটি গরু চুরি হয়ে যায়। যার মূল্য দেড় লাখ টাকা। এ বিষয়ে দৌলতপুর থানায় মামলা করা হয়। যার নং- ৩৭৭/০৯। থানা মামলা গ্রহন করলেও আসামীদের গ্রেফতারে গরিমসি শুরু করে। বাদীর সহযোগিতায় আসামীদের মধ্যে ৩ জন গ্রেফতার করে পুলিশ। কিন্তু বাকী আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার করেনি থানার ওসি হাসান হাফিজুর রহমান। গ্রেফতারকৃত তিনজন আসামী জামিনে বের হয়ে এসে অন্য আসামীদের সঙ্গে নিয়ে তাকে হত্যার হুমকি প্রদান করছে বলে তিনি লিখিত বক্তব্যে জানিয়েছেন। রসুলপন্থী এব্যাপারে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে ২০ অক্টোবর লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। গত ২১ অক্টোবর কুষ্টিয়ার পুলিশ সুপার ২৫/৩৬ নম্বর স্বারকে ওসিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও এসপির নির্দেশের পরও ওসি অদৃশ্য কারণে চুপচাপ রয়েছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পুলিশ সুপারের কাছে আবেদন করার জন্য তিনি উল্টো রসুলপন্থির ওপর ক্ষিপ্ত হন এবং মিথ্যা মামলায় জড়িয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযোগ সম্পর্কে কথা বলার জন্য ওসি হাসান হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রসূলেপন্থীর অভিযোগ সঠিক নয়। বরং তাদের বাড়িতে চুরি বিষয়ে আমরা অধিক গুরুত্ব দিয়ে দেখেছি।

কোন মন্তব্য নেই: