শনিবার, ১০ অক্টোবর, ২০০৯

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বিপ্লবী কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা মজনু মন্ডল ওরফে আব্দুল্লাহ

কুষ্টিয়া, ১০ অক্টোবর ২০০৯
কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা মজনু মন্ডল ওরফে আব্দুল্লাহ। আজ শনিবার ভোরে উপজেলার সদরপুর ইউনিয়নের বড়বড়িয়া দক্ষিণপাড়া কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য ওই কবরস্থানের কাছে একদল চরমপন্থির গোপন বৈঠকের খবর পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া ডিবি ও মিরপুর থানা পুলিশের যৌথ টিম সেখানে অভিযান চালায়। এ সময় চরমপন্থিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বাধে। এক পর্যায়ে চরমপন্থিরা পিছু হটলে পুলিশ সেখান থেকে মজনু মন্ডলের গুলিবিদ্ধ মৃতদেহসহ একটি এলজি এবং ৪টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে। নিহত মজনুর বিরুদ্ধে ২টি হত্যাসহ অন্ততঃ ৬টি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে। নিহত মজনু চকমন্ডলপাড়ার মৃত সওদাগর মন্ডলের ছেলে।

কোন মন্তব্য নেই: