মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০০৯

খোকসায় র‌্যাব ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ফরিদ বাহিনীর প্রধান ফরিদ নিহত

কুষ্টিয়া, ১৩ অক্টোবর ২০০৯
মঙ্গলবার রাত ১০টায় কুষ্টিয়ার খোকসায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় এক শীর্ষ চরমপন্থি নেতা নিহত হয়েছে। নিহত ফরিদ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন গণমুক্তিফৌজের আঞ্চলিক নেতা ও নিজের নামে গড়া ফরিদ বাহিনীর প্রধান। পুলিশ জানায়, তার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৩টি ও একটি অস্ত্র মামলা রয়েছে। সে ওই অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী। কুষ্টিয়ার সহকারি পুলিশ সুপার সিএ হালিম ই-বার্তাকে জানান, দুর্ধর্ষ ফরিদ তার বাহিনী নিয়ে খোকসা উপজেলার সোমসপুরে ইটভাটার নিকটে বৈঠক করছে এ খবরে মঙ্গলবার রাত পৌনে ১০টায় পুলিশ ও র‌্যাবের দুটি পৃথক দল একযোগে সেখানে অভিযান চালায়। চরমপন্থিরা পুলিশ ও র‌্যাব দেখে তাদের উদ্দ্যেশ্যে গুলিবর্ষন শুরু করে। পুলিশ ও র‌্যাব পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এক পর্যায়ে চরমপন্থিরা পিছু হটলে পুলিশ সেখান থেকে গুলিতে নিহত ফরিদের লাশ উদ্ধার করে। এছাড়াও সেখান থেকে একটি সাটার গান, ১০ রাউন্ড গুলি, ৪টি ককটেল বোমা ও দুইটি রামদা উদ্ধার হয়। নিহত ফরিদ খোকসা থানার অজৈল গ্রামের আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দারের ছেলে। গতবছর খোকসার দুর্ধর্ষ চরমপন্থি টিক্কা র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হবার পর সে টিক্কা বাহিনীর নাম বদলে ফরিদ বাহিনী করে নেতৃত্ব দিয়ে আসছে।

কোন মন্তব্য নেই: