শুক্রবার, ১৬ অক্টোবর, ২০০৯

ছেঁউড়িয়া আখড়া বাড়ি প্রস্তুত : আজ শুরু হচ্ছে ৩ দিনের লালন উতসব

জাত গেলো জাত গেলো বলেই, বাড়ির পাশে আরশী নগর, মানুষ ভজলে সোনার মানুষ হবি এসব আধ্যাত্মিক গানের সুরে প্রকম্পিত এখন লালন আখড়াবড়ি। বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১১৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার এ আখড়া বাড়িতে শুরু হচ্ছে ৩ দিনের স্বরনোৎসব। আজ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। লাখ লাখ ভক্ত, অনুসারী ও দর্শনার্থীদের বরন করতে এখন সম্পূর্ণভাবে প্রস্তুত আখড়াবাড়ি।বাউল স¤্রাট লালন শাহ তার জীবদ্দশায় ছেউড়িয়ার এ আখড়া বাড়িতে প্রতি বছর চৈত্রের দৌলপূর্নিমা রাতে বাউল ফকিরদের উৎসব বসাতেন। ১৮১৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক তার মৃত্যুর পর ওই উৎসবের পাশাপাশি মৃত্যু দিবসে আখড়া কমিটির উদ্যোগে এ স্বরণোৎসব শুরু হয়। লালন একাডেমির পরিচালনায় ও সাংস্কৃতিক মন্ত্রাণালয়ের আর্থিক সহযোগিতায় এবারও তিন দিন ব্যাপী ঐতিহাসিক এ উৎসব পালিত হচ্ছে। উৎসব ঘিরে লালন ভক্ত অনুসারীদের মধ্যে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। এবারও অনুষ্ঠান শুরুর আগেই সাধু-গুরু ও বাউল ভক্ত অনুসারীরা এসে গেছেন আখড়াবাড়িতে। সাঁইজীর চরণে ভক্তি দিয়ে আখড়াবাড়ি চত্বরে অবস্থিত বিশাল অডিটোরিয়ামের ফাকা নিচতলাসহ এখানে সেখানে ভক্ত অনুসারীরা স্থায়ীভাবে আসন পেতে বসছেন। মূল মাজারের বাইরেও আসন পাতছেন অনেকেই। খন্ড খন্ড ভাবে অবিরাম চলছে লালন সংগীতের অপূর্বসূর-মূর্ছনা। লালন হলেন মানবতা ও অহিংসার প্রতীক। তার মানব ধর্ম ও অহিংসার বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে পারলেই কেবল সার্থক হবে সব আয়োজন।

কোন মন্তব্য নেই: