বুধবার, ২ সেপ্টেম্বর, ২০০৯

কমিউনিটি পুলিশিং ফোরাম সম্পাদককে গ্রেফতারের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও


কুষ্টিয়ার মিরপুর উপজেলার আহাম্মদপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক জাসদ কর্মি ইসমাইল হোসেন পাঞ্জেরসহ ৪ জনকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে তার এলাকার ৩/৪শ’ নারী-পুরুষ। তারা এসময় গ্রেফতারকৃতদের মুক্তির দাবীতে স্লোগান দেয়। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি দিতে চাইলে পুলিশ লাঠিচার্য করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনকারীরা জানায়, বুধবার ভোর রাতে সেহেরী খাওয়ার সময় ইসমাইল হোসেন পাঞ্জের, তার দুই ছেলে টুটুল ও মিটুল এবং কাজের লোক আলিমকে ডিবি পুলিশের পরিচয়ে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আন্দোলনকারীদের দাবী গ্রেফতারকৃতরা নিরীহ লোক। তাদের বিরুদ্ধে কোন মামলা বা অভিযোগ নেই। তবে স্থানীয়দের অনেকেই অভিযোগ করেন, ইসমাইল হোসেন পাঞ্জের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর সক্রিয় ক্যাডার। গত ৪দলীয় জোট সরকারে আমলে সেই সময়ের স্থানীয় এমপি শহীদুল ইসলামের হাত ধরে সে বিএনপিতে যোগ দেয়। এরপর তিনি আহাম্মদপুর কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মনোনীত হন। ওয়ার ইলেভেনের পর পাঞ্জের জাসদে যোগ দেয়। জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলীম স্বপন ই বার্তাকে জানান, পাঞ্জের জাসদের কর্মি। সে গত নির্বাচনে হাসানুল হক ইনুর পক্ষে ভোট করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাসের কোন অভিযোগ নেই।
এদিকে এ গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছে কুষ্টিয়া ডিবি পুলিশ। পুলিশ এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

কোন মন্তব্য নেই: