রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০০৯

সোমবার ঈদ হবার সম্ভাবনা বেশি


আগামীকাল সোমবার ঈদুল ফিতর পালিত হবার সম্ভাবনা বেশি। কারন আজ রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। স্থায়ী ক্যালেন্ডার বিশ্লেষণ করে তারা বলছে, দেশের আকাশ মেঘমুক্ত থাকলে রোববার চাঁদ দেখা যাবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আর্জুমান্দ হাবিব সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, কোথাও কোথাও মেঘ থাকলেও তা সর্বত্র নেই। সে অনুসারে দেশের কোথাও না কোথাও চাঁদ দেখা যাবে।
আবহাওয়াবিদদের হিসেব মতে, রোববার সূর্যাস্ত বা গোধুলির পর চাঁদের স্থায়িত্ব হবে ২৬ মিনিটের মতো। এ ছাড়া দেশের আকাশে চাঁদের অ্যালটিচ্যুড (সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা) হচ্ছে ১০ ডিগ্রী ৩০ মিনিট। সাধারণত ৭/৮ ডিগ্রী হলেই চাঁদ দেখা যায়। এজন্য আমরা মনে করছি, আকাশ মেঘমুক্ত থাকলে রোববারই চাঁদ দেখা যাবে। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরের মাধ্যমে চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বরগুলো হচ্ছে : ৯৫৫৬৪০৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর হচ্ছে : ০২-৯৯৫৬৩৩৯৭।

কোন মন্তব্য নেই: